শেষ আপডেট: 14th October 2024 15:32
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে ছেলে জিশান সিদ্দিকির অফিস থেকে বেরোনোর সময় গুলিবিদ্ধ হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। খুনের দায়ভার নেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। গ্রেফতার করা হয় ২ আততায়ীকে। তাদের জিজ্ঞাসাবাদের পর উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সোমবার সকালে পুলিশের তরফে জানানো হয়, শুধু বাবা সিদ্দিকি নয়, তাঁর ছেলে জিশানও রয়েছে বিষ্ণোইদের হিটলিস্টে। দু'জনকে একসঙ্গে খুনের সুপারি পেয়েছিল তারা।
জিশান সিদ্দিকি বান্দ্রা ইস্টের কংগ্রেস বিধায়ক। বান্দ্রায় রয়েছে তাঁর অফিসও। শনিবার রাতে তাঁর অফিসেই গেছিলেন বাবা সিদ্দিকি। সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় গুলিবিদ্ধ হন। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা, এমন ঘটনা ঘটল কী করে! পুলিশ ২ আততায়ীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, পিপার স্প্রে দিয়ে নিরাপত্তারক্ষীদের দিকভ্রষ্ট করে বাবা সিদ্দিকির উপর গুলি চালায় তারা।
জিজ্ঞাসাবাদে উঠে আসে বড় তথ্য। আততায়ীরা জানায়, বাবা সিদ্দিকি ও তার ছেলে জিশান দু'জনকেই খুন করার সুপারি দেওয়া হয়েছিল তাদের। বলা হয়েছিল, যদি অফিস থেকে দু'জন বেরোয় তাহলে দু'জনের ওপরই গুলি চালাতে। কিন্তু যদি তা না হয়, তাহলে যাকে প্রথমে পাবে তাকে মেরে দিতে।
একথা জানতে পারার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে জিশানের। অন্যদিকে যে আততায়ী পলাতক, তাকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তে রয়েছে মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সরশন সেল।
এদিকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, কুর্লা এলাকায় ভাড়া নিলেও আততায়ীরা রোজ বান্দ্রায় ঘটনাস্থলে আসত অটো করে। প্রতিদিন চলত রেইকি। অফিস, বাবা সিদ্দিকির বাড়ি, ছেলের অফিস, সব ভালভাবে রেইকি করা হয়েছিল খুনের আগে।