শেষ আপডেট: 25th October 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো: আসছে মাসেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার আগে শুক্রবার সকাল সকাল বাবার দেখানো পথে হেঁটে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (অজিত পাওয়ার)-তে যোগ দিলেন বহিষ্কৃত কংগ্রেস নেতা জিশান সিদ্দিকি। ২০১৯-এ কংগ্রেসের হয়ে বান্দ্রা (ইস্ট) থেকে লড়েছিলেন। বর্তমানে বান্দ্রা (ইস্ট)-এর বিধায়ক তিনি।
শুক্রবার সকালে মহারাষ্ট্রের বর্তমান উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের উপস্থিতিতে তাঁর দল এনসিপিতে যোগ দেন জিশান। লড়বেন বান্দ্রা (ইস্ট) থেকেই। তাঁর প্রতিপক্ষ উদ্ধব ঠাকরের বোনপো বরুণ সরদেশাই।
মহারাষ্ট্র বিধানসভায় ক্রস ভোটিংয়ের অভিযোগে অগস্টে জিশান সিদ্দিকিকে বহিষ্কার করে কংগ্রেস। তারপর তিনি কোন দলে যোগ দেবেন সেনিয়ে জল্পনা চলছিল। এনসিপিতে যোগ দিতে পারেন, এমন কথাও ওঠে। মাঝে ১২ অক্টোবর তাঁর বাবার মৃত্যু হয়। রাজনীতিতে তাঁর ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। কিন্তু শোক কাটিয়ে বাবার মৃত্যুর ২৩ দিনের মাথায় এনসিপিতে যোগ দিলেন জিশান।
বিধানসভা নির্বাচনের দোড়গোড়ায় তাঁর এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিষয়ে বাবা সিদ্দিকির ছেলে জিশান অবশ্য বলেন, 'আমি বান্দ্রা ইস্ট থেকে মনোনয়ন জমা দিচ্ছি। যে ভালবাসা মানুষ আমায় দিয়েছে তা আবারও দেবে বলেই মনে হয়। তাই জেতার ব্যাপারে আমি আশাবাদী। এটা আসলে আমার বাবার স্বপ্ন ছিল এই বিধানসভা থেকে জিতে মানুষের জন্য কাজ করার। সেই কাজ করতেই গিয়েই খুন হন। বাবার রক্ত আমার শরীরেও বইছে ফলে আমি লড়াই করব এবং রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জিতব।'
মহারাষ্ট্রে মহা বিকাশ আগাদী জোট গড়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি। এই জোটের বিরুদ্ধে অজিত পাওয়ারের এনসিপির হয়ে লড়বেন জিশান। বাবা সিদ্দিকিও চলতি বছর ফেব্রুয়ারি মাসে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। এবিষয়ে জিশান বলেন, 'বাবার মৃত্যুর পর, আমাদের পরিবারের খারাপ সময়ে পাশে ছিলেন অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল ও সুনীল তাতকারেরা। কংগ্রেস যোগাযোগ করেছিল কিন্তু আমাকে ভুল পথে চালনার চেষ্টা করে। কিন্তু এনসিপি আমার ওপর আস্থা রেখেছে।'
জিশান বাবার দেখানো পথে হেঁটে আবেগপ্রবণ হয়ে পড়েন শুক্রবার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেষে জানান, 'আজকের দিনটা আমার পরিবারের কাছে বিশেষ দিন ও আবেগের দিন।'