শেষ আপডেট: 23rd November 2024 19:21
দ্য ওয়াল ব্যুরো: বাবার মৃত্যুর মাস দেড়েকের মধ্যেই মহারাষ্ট্রে নির্বাচন হল। কিন্তু জয়ের মুখ দেখলেন না জিশান সিদ্দিকি। উদ্ধব ঠাকরের বোনপো বরুণ সারদেশাইয়ের কাছে হেরে গেছেন বাবা সিদ্দিকির ছেলে। ভোটের আগে বাবার মৃত্যুতে সহানুভূতি পেয়েছিলেন। তবে সেটা ভোটে কোনও কাজে লাগল না।
নির্বাচনের আগে দলবদলও করেছিলেন জিশান সিদ্দিকি। কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন অজিত পাওয়ারের এনসিপিতে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। বান্দ্রা পূর্বে তাঁকে হারিয়ে জয়ী হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বোনপো। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন বাবা সিদ্দিকি। তাঁর ছেলে জিশানও তাঁদের নিশানায় ছিল। ভোটের ঠিক আগে এমন ঘটনায় মহারাষ্ট্রে আলোড়ন শুরু হয়। অনেকেই ভেবেছিলেন ভোটে হয়তো এই ঘটনার প্রভাব পড়বে। কিন্তু তা হয়নি।
কংগ্রেস থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন জিশান সিদ্দিকি। মুম্বই যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে বাবা সিদ্দিকি এনসিপিতে যোগ দেওয়ার পদ চলে যায় জিশানের। এরপরই দল ছাড়েন তিনি। পরে কংগ্রেসের বিরুদ্ধে বাবার মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন জিশান। ভোটে তিনি জিতে এনসিপিকে আরও দৃঢ়তা দেবেন বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু ব্যর্থ হলেন সিদ্দিকি পুত্র।
প্রসঙ্গত, লোকসভা ভোটে খারাপ ফলের পর বিজেপি সার্বিকভাবে ফের উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে রাজ্যে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রিক ফোকাস সরিয়ে আঞ্চলিক নেতৃত্বের দিকে এনে ফেলায় এবং স্থানীয় ছোট ছোট সমস্যাকে ইস্যু করার সাফল্য ঘরে তুলল গেরুয়া শিবির। তবে মহা-মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখন ধন্দ দেখা দিয়েছে।