শেষ আপডেট: 24th January 2025 22:32
দ্য ওয়াল ব্যুরো: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) রামদেবের পতঞ্জলিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। বর্তমানে বাজারে থাকা তাঁদের ৪ টন লাল লঙ্কা গুঁড়ো সরিয়ে নিতে বলা হয়েছে। যদিও কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি।
খাদ্য সুরক্ষার নিয়ম লঙ্ঘন করার কারণে লাল লঙ্কা গুঁড়োর একটি নির্দিষ্ট ব্যাচের সব প্যাকেট বাজার থেকে সরিয়ে নিতে বলেছে এফএসএসএআই। এই ব্যাচটি হল JD2400012। সূত্রের খবর, গত ১৩ জানুয়ারি এই নির্দেশ দেওয়া হয়েছিল পতঞ্জলিকে। কিন্তু কী নিয়ম ভাঙার জন্য এই নির্দেশ বা আদৌ পরে এই দ্রব্য বাজারে ফেরত আনা যাবে কিনা, সে ব্যাপারে কিছু স্পষ্ট করা হয়নি।
যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের মালিক বালকৃষ্ণর বিরুদ্ধে কম অভিযোগ নেই। এর আগে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) দাবি করেছিল, পতঞ্জলি আয়ুর্বেদ তাদের সামগ্রীকে অবৈজ্ঞানিকভাবে বিভ্রান্তিকর শব্দ দ্বারা প্রচার চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সংস্থার একাধিক পণ্য নিষিদ্ধ হয়। পরে সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও ওঠে।
পতঞ্জলির একটি পণ্য আছে 'দিব্য দন্ত মঞ্জন'। তাতে সবুজ লেবেল লাগানো রয়েছে। অর্থাৎ এটি নিরামিষ পণ্য। কিন্তু এক আইনজীবী দাবি করেন, ওই দাঁত মাজার পেস্ট 'সমুদ্র ফেন' নামের এক সামুদ্রিক মাছ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই-এর জবাব তলব করে। শুধু তাই নয়, পতঞ্জলিকেও আলাদা করে নোটিস পাঠানো হয়।