শেষ আপডেট: 28th October 2024 13:37
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর রামজন্মভূমিতে রামলালার প্রথম দেওয়ালি। তাই তা নিয়েও রাম-রাজনীতি শুরু করেছে বিজেপি। উত্তরপ্রদেশ সরকার বলেছে, দেওয়ালির রাতে প্রায় ২৮ লক্ষ প্রদীপে সাজিয়ে তোলা হবে সরযূ নদীতীরের এই শহরকে। তবে পরিবেশ সচেতনতায় পরিবেশ বান্ধব দিয়া জ্বালানো হবে রামমন্দিরে। যোগী আদিত্যনাথ সরকারের অষ্টম দীপোৎসবে শ্রীরাম জন্মভূমি মন্দিরে পরিবেশ সচেতন প্রস্তুতি চলছে।
সরকারি সূত্র জানিয়েছে, সরযূ তীরে ২৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে তোলা হবে। রামমন্দিরের জন্য বিশেষ ধরনের পরিবেশ বান্ধব দিয়া জ্বলবে। এই প্রদীপ দীর্ঘক্ষণ জ্বললেও এর ফলে কোনও দাগ ও কালি বেরবে না, ফলে মন্দিরের চাকচিক্য যথাযথ থাকবে। এক বিবৃতিতে সরকার বলেছে, আমাদের কাছে পরিবেশ বাঁচিয়ে দীপোৎসবের লক্ষ্য নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ মোমবাতির প্রদীপ বানানো হয়েছে এই উদ্দেশ্যে। এর ফলে খুব সামান্য কার্বন দূষণ হবে। সে কারণে মন্দিরগাত্র কোনও রকম ধোঁয়ার কালো দাগ লাগবে না। রামমন্দির চত্বরকে বিশেষ ফুলের সাজে সাজানো হবে। আলোকিত করে তোলা, ফুলের সাজে সাজানো এবং মন্দির চত্বর পরিষ্কার করার কাজের তদারকি করবেন বিহার ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত আইজি।
শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ঠিক করেছে, ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ভবন দর্শনের জন্য মধ্যরাত অবধি মন্দির খোলা থাকবে। অন্যদিকে সরযূ নদীর দুপারে ৫৫টি ঘাটে প্রদীপ জ্বালিয়ে সাজানো হবে। তার জন্য ৩০ হাজার স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করে চলেছেন। দীপোৎসব কর্মসূচির নোডাল অফিসার সন্ত শরণ মিশ্র জানান, কলেজ ছাত্রছাত্রী থেকে যুব সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে অল্পবয়সিরা এই কাজে যোগ দিয়েছেন। রাম কি পৈড়িতে ১০ নম্বর ঘাটে ৮০ হাজার প্রদীপ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন করা হয়েছে। সেখানেই বিশ্বরেকর্ড হওয়ার সময় স্বেচ্ছাসেবকরা সমস্বরে জয় শ্রীরাম বলে ধ্বনি দেবেন।