শেষ আপডেট: 14th April 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই রাম মন্দির (Ram Temple) উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করার অভিযোগে এক ১৯ বছরের যুবককে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)। এক মাসের ব্যবধানে ফের অযোধ্যার (Ayodhya) রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের কাছে এসেছে একটি হুমকি মেল। তাতে বলা হয়েছে, মন্দিরে বিস্ফোরণ ঘটানো হবে।
প্রাথমিক তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, তামিলনাড়ু থেকে ওই ইমেল পাঠানো হয়েছে। তবে কে মেল পাঠিয়েছে, ঠিক কখন পাঠানো হয়েছে, সে ব্যাপারে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। রাম মন্দির কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চায়নি। স্থানীয় সূত্রে খবর, রাম মন্দির চত্বরে নিরাপত্তা আগের থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে।
গত মাসে রাম মন্দিরে নাশকতার অভিযোগে উত্তরপ্রদেশ থেকেই ১৯ বছরের ওই যুবককে গ্রেফতার করা হয়েছিল। রাম মন্দিরে দুটি বোমা মারার ছক ছিল তার। তাকে পাকিস্তানের আইএসআই ট্রেনিং দিয়ে ভারতে পাঠিয়েছিল নাশকতা করার জন্য বলে জানতে পেরেছিল পুলিশ। হরিয়ানা স্পেশ্যাল টাস্ক ফোর্স আবদুলের ব্যাপারে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করেছিল। পরে তাদের সঙ্গ দেয় গুজরাত পুলিশও। বেশ কয়েকদিন তল্লাশি অভিযানের পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ওই ঘটনার সঙ্গে সোমবারের ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। তামিলনাড়ুর যে এলাকা থেকে হুমকি মেল পাঠানো হয়েছে সেখানে ইতিমধ্যে রওনা দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের একটি দল। মনে করা হচ্ছে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পরই একাধিক তথ্য হাতে আসতে পারে তাঁদের। বিষয়টির সঙ্গে সাইবার প্রতারণার যোগও থাকতে পারে বলে অনুমান।