শেষ আপডেট: 12th February 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা রামমন্দিরের প্রধান পুরোহিত সত্য়েন্দ্র দাস প্রয়াত। বুধবার লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সরযূ নদীর তীরে।
মাত্র ২০ বছর বয়সেই আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছিলেন মহান্ত সত্যেন্দ্র দাস। নির্বাণী আখড়ার সদস্য ছিলেন বহুদিন। বাবরি মসজিদ ধ্বংসের আগে থেকেই রামমন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
সত্যেন্দ্র দাসই রামমন্দিরের প্রধান পুরোহিত হিসেবে সবচেয়ে বেশিদিন দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বাংলাদেশে অস্থিরতার মধ্যে চিন্ময়কৃষ্ণ সাধুকে গ্রেফতারের পর ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল তারও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।
চলতি মাসের ২ তারিখ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রামমন্দিরের এই প্রধান পুরোহিত। অযোধ্যার একটি বেসরকারি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পর দিনই এসজিপিজিআই-তে স্থানান্তরিত করা হয় তাঁকে।
নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর। গত ৪ ফেব্রুয়ারি তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামমন্দিরের প্রধান পুরোহিতের প্রয়াণে এদিন যোগী আদিত্যনাথ লেখেন 'অপূরণীয় ক্ষতি'।