ছবিটি প্রতীকি
শেষ আপডেট: 3rd February 2025 11:47
দ্য ওয়াল ব্যুরো: হাত-পা বাঁধা বিবস্ত্র দেহ। সে দেহ ক্ষতবিক্ষত, ভয়াবহ। চোখ উপড়ে নিয়েছে কেউ বা কারা। পাশে পড়ে রক্তে ভেজা জামাকাপড়ও। শনিবার অযোধ্যায় একটি ক্যানেল থেকে এই অবস্থাতেই উদ্ধার হয় ২২ বছরের তরুণীর রক্তমাখা দেহ। এই ঘটনায় দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া যেন এসে পড়ল রাম জন্মভূমিতে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তিনদিনের মাথায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
মিল্কিপুর বিধানসভা উপনির্বাচন বুধবার। এলাকায় জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বড় বড় নেতার আনাগোনা চলছে। তারই মাঝে ঘটে যাওয়া এত বড় কাণ্ড ঘিরে উত্তাল রাজনীতির অঙ্গনও। নৃশংস এই ঘটনায় প্রশ্ন উঠেছে, উন্নাও, হাথরাসের পর অযোধ্যা, কেন বার বার উত্তরপ্রদেশ?
পুলিশ জানিয়েছে, ২২ বছরের ওই দলিত তরুণী বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় সভায় যোগ দিতে বেরিয়েছিলেন বাড়ি থেকে। শুক্রবার বেলা হয়ে গেলেও ফেরেননি। অভিযোগ, পরিবারের তরফে বিষয়টি পুলিশে জানানো হয় কিন্তু সেখান থেকে উত্তর আসে, 'আপনারাই খুঁজে নিন মেয়েকে।'
পুলিশের তরফে জানানো হয়, তাঁরা নিখোঁজের অভিযোগ নিয়েছিলেন, তদন্ত করছিলেনই। তার মধ্যেই এমন ঘটনা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের দাবি, দেহ উদ্ধারের পর তাঁরা দেখেন, মেয়েটির গায়ে কাপড়ের লেশমাত্র নেই। রক্তে মাখা ও নগ্ন দেহ দড়ি দিয়ে বাঁধা ছিল খুব শক্ত করে। চোখ দু’টি উপড়ে নেওয়া, সেগুলি পাওয়া যায়নি।
এদিকে রবিবার অই ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন উত্তরপ্রদেশের ফৈজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। নির্যাতিতা ঠিক কতটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। কতটা যন্ত্রণা তাঁকে সহ্য করতে হয়েছে, তার সামান্যটুকু আঁচ করতে পেরে এই নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে যাওয়ার কথাও ঘোষণা করেন তিনি। বিচার না আনতে পারলে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণাও করেন।