শেষ আপডেট: 24th March 2024 19:55
দ্য ওয়াল ব্যুরো: প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম দোল খেলবে রামলালা। মহা ধুমধামে হোলি পালন করতে প্রস্তুতি নিচ্ছে অযোধ্যার রামমন্দির। প্রসাদ থেকে শুরু করে সমস্ত আয়োজনে সেজে উঠছে গোটা মন্দির চত্বর।
আগামীকাল দেশ জুড়ে পালিত হবে হোলি। রঙের এই উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠার অপেক্ষায় অযোধ্যাবাসী। হোলিকে কেন্দ্র করে গোটা অযোধ্যা জুড়ে রীতিমতো সাজ সাজ রব। বসন্ত উৎসবের আনন্দে মাততে চলেছেন স্বয়ং রামলালাও।
অযোধ্যার রাম মন্দিরের তরফে হোলি উৎসব উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়েছে। তবে শুধু অযোধ্যাবাসীই নয়, সারা দেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত দোল উৎসব উদযাপন করতে এসে পৌঁছেছেন রাম মন্দিরে। দোলের দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হতে পারে বলে মন্দির কর্তৃপক্ষের অনুমান। তাই আগে থেকেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
রামলালাকে প্রতিদিন নতুন পোশাকে সাজানো হচ্ছে। ফুলের বিশেষ সাজও রাখা হচ্ছে প্রতিদিন। এছাড়াও মরশুমি খাবারে সাজানো হচ্ছে রামলালার বিশেষ ভোগ। শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, দোল উদযাপনের অংশ হিসাবে রামলালাকে রঙিন আবির, রঙ, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি দেওয়া হবে। এই বছর অযোধ্যায় জাঁকজমকপূর্ণভাবে দোল উৎসব পালিত হবে।
দোলের দিন রামলালাকে কচুরি, গুজিয়া, পুরি, খির ও হালুয়া খেতে দেওয়া হবে। পুজোর পর, সেই সকল খাবার-দাবার ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিলি করা হবে। আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন বলেন, “দোলের দু’দিন আগে থেকেই মানুষ উদযাপনে মেতেছেন। একে অপরকে রঙ মাখানো শুরু হয়ে গিয়েছে। প্রাণ প্রতিষ্ঠার পর, রাম মন্দিরে এবার জমকালো ভাবে দোল উদযাপনের আয়োজন করবে রাম মন্দির ট্রাস্ট।” ইতিমধ্যে ট্রাস্টের তরফে অযোধ্যায় দোল উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।