শেষ আপডেট: 3rd February 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৫ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মিল্কিপুর উপনির্বাচনের আগে অযোধ্যায় যুবতীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসকদল বিজেপি। বিশেষত ২২ বছরের যে যুবতীর দেহ উদ্ধার হয়েছে, তিনি একজন দলিত এবং মিল্কিপুর কেন্দ্রটিও তফসিলি জাতি সংরক্ষিত আসন। এদিকে, সোমবার সংসদের বাজেট অধিবেশনেও এই ধর্ষণ-খুনের কাণ্ড নিয়ে গলা ফাটাতে পারে বিরোধীদের সম্মিলিত ইন্ডিয়া জোট। কারণ, আর দুদিন পরেই রয়েছে দিল্লি বিধানসভার নির্বাচন। এদিনই যার প্রচার শেষ হবে।
গত বৃহস্পতিবার রাত থেকে নিরুদ্দেশ হওয়া ওই দলিত যুবতীর দেহ শনিবার তাঁর বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি নালার পাশ থেকে উদ্ধার করা হয়। যুবতীর এক আত্মীয় দেহটি প্রথম দেখতে পান। বাড়ির লোকের অভিযোগ তাঁকে গণধর্ষণ করা হয়েছে। বিরোধীদের চাপ ও অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাল্টা সমাজবাদী পার্টির সঙ্গে দুর্বৃত্তদের যোগসাজশের কথা তুলেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীও উত্তরপ্রদেশের বিজেপি শাসিত সরকারের অপদার্থতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছেন আগেই।
যোগী আদিত্যনাথ দলিত রমণীর উপর এই নৃশংস কাজের পিছনে সপার কর্মীদের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন হলেও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরেই বলা যাবে ধর্ষণ হয়েছিল কিনা। তবে যুবতীর মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তপাতে বলে স্বীকার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় দিল্লির ভোট ও মিল্কিপুরের উপনির্বাচনের মুখে বেজায় কোণঠাসা হয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব।
বাজেট পেশের দিন থেকেই বিরোধীরা মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে সমাজবাদী পার্টির নেতৃত্বে হট্টগোল পাকিয়েছিল। এদিন মহাকুম্ভের সঙ্গে যোগ হতে চলেছে অযোধ্যার ঘটনাও। এদিন রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব আসার সম্ভাবনা থাকলেও শুরু থেকেই বিজেপি বিরোধীরা সরকারপক্ষকে চেপে ধরতে চলেছে।