সাংবাদিক বৈঠকে সাম্প্রতিক তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু।
ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু
শেষ আপডেট: 14 June 2025 13:04
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর বেশ কিছু গাফিলতির তত্ত্ব উঠে আসছে, ফলে চাপ বাড়ছে কেন্দ্রীয় সরকারের ওপর। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে সাম্প্রতিক তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু।
আজ সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং সেটির তথ্য এখন ডিকোডিং-এর প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথাও তিনি জানিয়েছেন এই বৈঠকে।
মন্ত্রী জানান, উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স বিশ্লেষণের মাধ্যমেই দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন উচ্চপর্যায়ের কমিটি ও এজেন্সি একসঙ্গে তদন্তে নেমেছে।
তাঁর কথায়, ‘ঘটনাটিকে আমরা চূড়ান্ত গুরুত্ব দিয়ে দেখছি। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কাল বিকেল ৫টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। AAIB-এর প্রযুক্তিগত টিম মনে করছে, ব্ল্যাক বক্স বিশ্লেষণ করলে দুর্ঘটনার সময় কিংবা তার ঠিক আগে কী ঘটেছিল- তা স্পষ্টভাবে জানা যাবে।’
বিমান ও যাত্রীসুরক্ষা নিয়ে সরকার খুবই কঠোর বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের সেফটি স্ট্যান্ডার্ডাস যথেষ্ট কঠোর, নিয়মবিধির সঙ্গে আপোস হয় না।কিন্তু এই ঘটনায় বোঝা যাচ্ছে, আরও বিশদে তদারকির প্রয়োজনীয়তা রয়েছে।’
বর্তমানে ভারতে ৩৪টি বোয়িং ৭৮৭ সিরিজের বিমান রয়েছে, যার মধ্যে ৮টি ইতিমধ্যেই পরীক্ষা শেষ করা হয়েছে। বাকিগুলোরও জরুরি ভিত্তিতে পরীক্ষানিরীক্ষা করা হবে বলে তিনি জানান। DGCA ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশ জারি করেছে।
সাংবাদিক বৈঠকে তিনি আরও একবার নিহতদের প্রতি দুঃখপ্রকাশ করেন, সমবেদনাও জানান। তিনি বলেন, ‘এই দুর্ঘটনা দুর্ভাগ্যজনক এবং ভয়াবহ। নিহতদের পরিবারের পাশাপাশি আমাদের সকলের জন্য এটা খুব কঠিন সময়। মিডিয়ার কাছে আমাদের অনুরোধ এই দুঃসময়ে আমাদের সঙ্গে সহযোগিতা করুন।’
গুজরাত সরকার এই দুর্ঘটনার পর সবরকম ভাবে পাশে রয়েছে বলেও জানান ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু। যদিও সরকারিভাবে বিবৃতি দেওয়র পর সাংবাদিকদের করা প্রশ্নের কোনও দেননি তিনি।
প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের মাটিতে হওয়া পাক হামলার জবাবে অপারেশন সিঁদুর বড়সড় এক সাফল্য এনে দিয়েছিল ভারতকে। বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল সফলতার এই কাহিনি। তার ২ মাসের মাথায় ১২ জুন আমদাবাদে লন্ডনগামী বিমানে এই ভয়াবহ দুর্ঘটনা। তাতে ভারতীয়দের পাশাপাশি প্রাণ হারিয়েছেন বিদেশী যাত্রীরাও। ফলে আন্তর্জাতিক মহলের নজরও থাকবে এইদিকেই, বলাই বাহুল্য।
২০২৪-এর ১০ জুন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন টিডিপির রাম মোহন নাইডু। তার ঠিক এক বছরের মাথায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল ভারতের বুকে। এক সময় ১২ বছর গুজরাতেরই মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার পরে আমদাবাদের ঘটনাস্থল পরিদর্শনেও গিয়েছিলেন তিনি।
বিমান এবং যাত্রীসুরক্ষায় গাফিলতির তত্ত্ব তো ছিলই, কিন্তু সরকারি এই বিবৃতি শোনার পর রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, তাহলে কি পরোক্ষ ভাবে খামতি মেনে নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করছে সরকার?