শেষ আপডেট: 10th February 2025 20:34
দ্য ওয়াল ব্যুরো: বদলে গেল রাম মন্দিরে প্রবেশের সময়। ভক্তদের ভিড়ের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে, এখন আর ভোর ৭টা নয়, ৬টা থেকেই ভক্তরা রামলালার দর্শন করতে পারবেন।
শুধু দর্শনের সময়সীমা নয়, আরতির সময়সূচীতেও বদল আনা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে ভোর সাড়ে চারটের বদলে এখন থেকে আধ ঘণ্টা আগে অর্থাৎ ভোর চারটেয় অনুষ্ঠিত হবে। তারপর মন্দিরের দরজা কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে।
এছাড়াও মন্দির কর্তৃপক্ষ আরও কয়েকটি বিষয়ে বদল এনেছে বলে খবর। জানিয়ে দেওয়া হয়েছে, রামলালাকে দুপুর ১২টায় রাজভোগ নিবেদন করা হবে। সে সময় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির। পাশাপাশি সন্ধ্যা আরতি ৭টা নাগাদ হবে। এই সময়ে মন্দিরের দরজা ১৫ মিনিট বন্ধ রাখা হবে।
এছাড়া শৃঙ্গার আরতি ভোর ৬টায় হবে। শয়ন আরতি অর্থাৎ দিনের শেষ আরতি রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১০টায় হবে বলে খবর। এরপরেই মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে।
গত ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। তিনদিন ধরে একাধিক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির চত্বরে। কিন্তু সময় যত গড়াচ্ছে রাম মন্দির নিয়ে ভক্তদের উন্মাদনা কমছে না। উল্টে লাফিয়ে বাড়ছে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে প্রতিদিন অযোধ্যার রাম মন্দিরে ৩ লক্ষ ভক্তের ভিড় হয়। তা সামাল দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হল বলে খবর।