শেষ আপডেট: 30th November 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো: ভারতের পতাকা মাটিতে সেঁটে তার উপর হেঁটে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।বাংলাদেশের এহেন ঘটনার ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভাইরাল হওয়া ছবিগুলোর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
যতটুকু যা জানা যাচ্ছে, বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় বিজেপির বাংলাদেশ বর্ডার বন্ধ করে দেওয়ার মন্তব্যের বিরোধিতা করেই নাকি এই কাণ্ড ঘটানো হয়েছে। যার পরপরই নিন্দার ঝড় বয়ে গিয়েছে। বাদ গেলেন না লেখিকা তসলিমা নাসরিন।
নিজের ফেসবুকে লেখিকার মন্তব্য, 'বিশ্বের কোনও পতাকাকে কোনও সুস্থ মস্তিস্কসম্পন্ন মানুষ অবমাননা করে না। আমি বিশ্বের প্রতিটি পতাকাকে সম্মান করি, প্রতিটি দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমি উঠে দাঁড়াই। পাকিস্তান যে এত আমাদের শত্রু দেশ, আমি পাকিস্তানের পতাকাকেও পোড়াবো না, পায়ে মাড়াবো না।'
তিনি আরও লেখেন, 'বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতের পতাকাকে পায়ে মাড়িয়ে যে সুখ পাচ্ছে, সে সুখ বিকৃত সুখ। যে মস্তিস্কে ঘৃণা থিকথিক করে, সে মস্তিস্ক অসুস্থ মস্তিস্ক। দুঃখ এই, বাংলাদেশ নামের দেশটি অসুস্থ অশিক্ষিত অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠছে।'
কোটা বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। আন্দোলনের জেরে গত অগস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার। সেই সরকারের বিরুদ্ধে সে দেশের হিন্দুদের ওপর অত্যাচারে অভিযোগ উঠেছে।
সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ইউনুসের সরকার। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে বাংলাদেশের সরকারের প্রতি হিন্দুদের ওপর অত্যাচারের জোরাল অভিযোগ সামনে এসেছে।