শেষ আপডেট: 11th April 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানা ২৬/১১-র ঘটনায় খতম হওয়া ৯ লস্কর-ই-তোইবা জঙ্গিকে পাকিস্তানের সর্বোচ্চ সাহসিকতার সম্মান দেওয়ার দাবি জানিয়েছিল। মুম্বই হামলায় তাহাউরের সহযোগী পান্ডা ডেভিড হেডলির সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখার সময় এই দাবি জানিয়েছিল রানা। দুজনের ফোন কলে আড়ি পেতে একথা জেনেছে মার্কিন গুপ্তচর সংস্থা। তাহাউরকে ভারতের হাতে প্রত্যপর্ণের সময় মার্কিন বিচার বিভাগ প্রাক্তন পাকিস্তানি সেনা ডাক্তার তাহাউর রানা এবং ডাবল এজেন্ট ডেভিড হেডলির কথোপকথনের নয়া তথ্য প্রকাশ করেছে।
মুম্বইয়ের ১২টি জায়গায় একযোগে ১০ লস্কর জঙ্গি হামলা চালিয়ে মার্কিন নাগরিক সহ ১৬৬ জনকে খুন করেছিল। এই ঘটনার পর তাহাউর ফোনে হেডলিকে বলেছিল, ভারতীয়রা জন্য এটাই উচিত জবাব, জানিয়েছে মার্কিন বিবৃতি। তাতে বলা হয়েছে, হেডলির সঙ্গে কথোপকথন আড়ি পেতে জানা গিয়েছে, রানা নিহত ৯ লস্কর জঙ্গিকে বীরের সম্মান দিতে চেয়েছিল। হেডলিকে তাহাউর বলেছিল, এই ছেলেগুলিকে পাকিস্তান সেনাবাহিনীর শৌর্যবীর্যের সর্বোচ্চ সম্মান 'নিশান-ই-হায়দর' সম্মান দেওয়া উচিত।
মুম্বই হামলার ১০ লস্কর জঙ্গির মধ্যে ৯ জন সেদিনই খতম হলেও আজমল কাসব হাতেনাতে ধরা পড়ে। ২০১২ সালে পুনের জেলে তার ফাঁসি হয়। ইতিমধ্যেই ৬৪ বছর বয়সি তাহাউরকে নিয়ে পাকিস্তান হাত গুটিয়ে নিলেও বর্তমানে এনআইএ তাকে হেফাজতে নিয়ে জেরা চালাচ্ছে। ১৯৯০ সালে তাহাউর পাক সেনাবাহিনী ছেড়ে লস্করের কাজে কানাডা গিয়ে ব্যবসা শুরু করে। হেডলিকে সে অভিবাসন কনসালটেন্সি ব্যবসায় পরিবহণ সরবরাহ করত। এই উদ্দেশ্যেই সে মুম্বইতে একটি শাখা খুলে সেখানে হেডলিকে রেকি করার উদ্দেশ্যে ম্যানেজার করে পাঠায়।
তাহাউর রানা ও ডেভিড কোলম্যান হেডলি ছোটবেলার বন্ধু। বছরের পর বছর অপেক্ষার পর রানাকে শেষ পর্যন্ত ভারত হাতে পেলেও হেডলি এখনও আমেরিকাতেই রয়ে গিয়েছে। এই হেডলিই ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম চক্রী এবং সরাসরি ভারতে এসে নিদেনপক্ষে ৮ বার দফায় দফায় রেকি করে গিয়েছে। কিন্তু, রানাকে প্রত্যপর্ণ করলেও হেডলির প্রত্যপর্ণের অনুরোধ আমেরিকা প্রশাসন নানা টালবাহানায় আটকে রেখেছে। সে এখনও আমেরিকার হেফাজতে রয়েছে।
আমেরিকায় দোষী সাব্যস্ত করে হেডলিকে সেখানে জেলে ভরে রাখা হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়ে দিয়েছে যে, হেডলিকে প্রত্যর্পণ করা যাবে না। ভারত হেডলি যার আসল নাম দাউদ গিলানি, তাকে এই মামলায় তুলে দেওয়ার অনুরোধ জানালেও আমেরিকা প্রতিবারই সেই অনুরোধ পাশ কাটিয়ে গিয়েছে। কারণ, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাইয়ে মতে, জঙ্গি হেডলি ডাবল এজেন্টের কাজ করত। সে একসঙ্গে পাকিস্তানের চর সংস্থা আইএসআই এবং আমেরিকার চর সংস্থা সিআইএ-র হয়ে কাজ করত।