শেষ আপডেট: 21st September 2024 09:20
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার শপথ নিতে চলেছেন অতিশী মারলেনা। দিল্লির রাজভবনে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সেই সূত্রে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিতের পর আম আদমি পার্টির তরফেও রাজধানী দিল্লি পেতে চলেছে আরও একজন মহিলা মুখ্যমন্ত্রী।
জানা যাচ্ছে, অতিশীর পাশাপাশি আপের পাঁচ বিধায়কও এদিন মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন। কোন পাঁচজন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
জেল থেকে মুক্তি পাওয়ার দু'দিন পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তারপর দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে মঙ্গলবার পদত্যাগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। ওই দিনই অতিশীকে নিয়ে রাজভবনে যান কেজরিওয়াল। তখনই স্পষ্ট হয়ে যায়, কেজরিওয়ালের পর কে দিল্লির মুুখ্যমন্ত্রী হতে চলেছেন।
আবগারি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। তবে অরবিন্দ কেজরিওয়ালই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হয়েও মুখ্যমন্ত্রীত্ব সামলেছিলেন। জামিনে মুক্তি পেয়ে পদ ছাড়ার কথা ঘোষণা করেন কেজরি। বলেছিলেন, মানুষ আবার তাঁকে ভোটে জিতিয়ে না আনা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ফিরবেন না।