শেষ আপডেট: 24th January 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল খুন হতে পারেন! এমনটাই আশঙ্কা করছেন বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী। আর তাঁর দাবি, খুনের চক্রান্ত করছে বিজেপি। দিল্লি পুলিসও এই ষড়যন্ত্রে সামিল বলে অভিযোগ তাঁর।
বিগত কয়েক সপ্তাহের মধ্যে একাধিকবার কেজরিওয়ালের ওপর হামলার ঘটনা ঘটেছে। এরই মধ্যে তাঁর নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব পুলিশ। এতদিন দিল্লি পুলিশের পাশাপাশি পাঞ্জাব পুলিশও নিরাপত্তা দিত কেজরিওয়ালকে। তাই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাকযুদ্ধে জড়িয়েছে বিজেপি ও আপ। আর এই সব কিছুর মধ্যে কার্যত বোমা ফাটিয়েছে অতিশী।
দিল্লি বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। তার আগে কেজরিওয়ালের ওপর বারবার হামলার ঘটনায় অতিশীর দাবি, বিজেপি এবং দিল্লি পুলিশ একসঙ্গে কোনও ষড়যন্ত্র করেছে। এভাবে হামলার পরও নিরাপত্তা নিয়ে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। এমন চলতে থাকলে খুন হয়ে যেতে পারেন অরবিন্দ কেজরিওয়াল।
কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্ব থাকে অমিত শাহর দফতরের হাতে। কিন্তু বিজেপির উপর ভরসা করতে না পেরে পাশের রাজ্য পাঞ্জাবের আপ সরকার কেজরিওয়ালকে বাড়তি নিরাপত্তা দিত। কিন্তু দিল্লি পুলিশ সম্প্রতি এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। তাদের বক্তব্য, পাঞ্জাব পুলিশের কর্মীরা কেজরির সঙ্গে থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। তারপরই নিরাপত্তা তুলে নিয়েছে পাঞ্জাব পুলিশ।
আপের দাবি, দিল্লি পুলিশ পাঞ্জাব পুলিশকে বাধ্য করেছে কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহার করতে। মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার অভিযোগ, ইচ্ছে করেই মোদী সরকার ভোটের আগে এমন পদক্ষেপ নিয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা।