শেষ আপডেট: 4th November 2024 12:42
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের আলমোড়া জেলার রামনগরে খাদে এক যাত্রীবাহী বাস উল্টে পড়ে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনায় উদ্ধারকাজ শুরু করেছেন স্থানীয় লোকজন ও প্রশাসনের আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। যাত্রীদের মধ্যে অসংখ্য শিশুও রয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্র জানিয়েছে, বাসটি গাড়োয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। আলমোড়ার মারচুলার কাছে দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে অনুমান। কাকভোরে একটি বাঁকের মুখে দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটি ভারসাম্য হারিয়ে ফেলে উল্টে যায়। আলমোড়ার জেলাশাসক অলোককুমার পান্ডে বলেন, বাসটি ২০০ মিটার খাদে গড়িয়ে পড়েছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসনকে ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন। যে জখমরা আটকে রয়েছেন, তাঁদের হেলিকপ্টারে করে তুলে আনার নির্দেশ দিয়েছেন। এক এক্সবার্তায় মুখ্যমন্ত্রী ধামি লিখেছেন, দুর্ঘটনার খবরে খুবই শোকাহত হয়ে পড়েছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধারকার্য চালাচ্ছে।
মুখ্যমন্ত্রী ধামি পৌরি ও আলমোড়ার এআরটিও-কে সাসপেন্ড করেছেন এবং হতাহতদের পরিবারবর্গের প্রতি এককালীন অর্থসাহায্যের ঘোষণা করেন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য। কুমায়ুন ডিভিশনের কমিশনারকে জেলাশাসক স্তরের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।