Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Air India Plane Crash

বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়া

আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রী ও বেশ কয়েকজন চিকিৎসক-সহ স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। 

বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়া

জ্যোতিষী শর্মিষ্ঠা

শেষ আপডেট: 14 June 2025 08:24

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রী ও বেশ কয়েকজন চিকিৎসক-সহ স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। এর জেরে সারা দেশ যখন শোকস্তব্ধ, ঠিক সেই সময়ই এক বৈদিক জ্যোতিষীর টুইট ঘিরে শুরু হল প্রবল বিতর্ক। শর্মিষ্ঠা নামের ওই জ্যোতিষী দাবি করেছেন, তিনি আগে থেকেই এই ধরনের বিমান দুর্ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন। আর তাতে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ঘটনার দিনই শর্মিষ্ঠা নামের ওই মহিলা জ্যোতিষী ‘এক্স’-এ একটি পোস্ট করেন। লেখেন, ' আজ আমদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় এতগুলো প্রাণ চলে গেল, খুব দুঃখজনক। জ্যোতিষশাস্ত্র বলছে, বৃশ্চিক রাশির অর্ধ্রায় বৃহস্পতি প্রবেশ করেনি, ভারতের মঙ্গল মহাদশাও শুরু হয়নি, তা সত্ত্বেও কত কিছু ঘটে যাচ্ছে। আমি সকলের প্রশ্নের উত্তর দিতে পারছি না, ক্ষমা করবেন। ওঁ শান্তি।'

তাঁর এই পোস্টের কিছু পরেই নেটপাড়ায় হইচই পড়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন, 'এমন দুঃসময়ে জ্যোতিষের কথা টেনে এনে আপনি আসলে কী বোঝাতে চাইছেন?' আরও অনেকে সরাসরি বলেন, 'মানুষ মারা যাচ্ছেন, আর আপনি তা নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী প্রমাণ করার চেষ্টা করছেন?'

শর্মিষ্ঠা পরে আরও একটি পুরনো টুইট শেয়ার করেন, যেটি তিনি ২০২৪ সালের ডিসেম্বরে করেছিলেন। সেই টুইটে তিনি লিখেছিলেন, '২০২৫ সালে বিমান পরিবহণ ক্ষেত্রে অনেক উন্নতি হবে, তবে একাধিক বিমান দুর্ঘটনার খবর আমাদের চমকে দিতে পারে। বৃহস্পতি মৃগশিরা ও অর্ধ্রা নক্ষত্রে প্রবেশ করলে নিরাপত্তা ও সুরক্ষার ঘাটতি দেখা দিতে পারে।'

এছাড়াও, দুর্ঘটনার ঠিক এক সপ্তাহ আগে, ৫ জুন তিনি আরও একটি টুইটে বিমান শিল্পে ‘বৃদ্ধির’ সঙ্গে ‘ধ্বংস’ শব্দটিও উল্লেখ করেছিলেন। এরপরই প্রশ্ন উঠছে, এই সব ভবিষ্যদ্বাণী কি সাধারণের মনে ভয় ছড়ানোর চেষ্টা নয়?

একজন এক্স ব্যবহারকারী তীব্র ভর্ৎসনা করে লেখেন, 'সমবেদনার সময় এটা নয়, এটা সহানুভূতির সময়। জ্যোতিষ টেনে এনে আপনি যে কথা বলছেন, তা অত্যন্ত অশালীন।' আর একজন বলেন, 'আপনার মতে, ওই বিমানে থাকা ২৫০ জনের সবার কুণ্ডলী একরকম ছিল? জ্যোতিষ ভাগ্য নয়, বিভ্রান্তি।'

নেটিজেনদের একাংশ তো অভিযোগ করেছেন, 'এই ট্র্যাজেডিকে পুঁজি করে আপনি নিজের জ্যোতিষচর্চার প্রচার করছেন। লজ্জার বিষয়।' আরও একজন লেখেন, 'যখন গোটা দেশ শোকাচ্ছন্ন, তখন এমন আমি আগে থেকেই বলেছিলাম, এই ধরনের পোস্ট একেবারেই কাম্য নয়।'

যদিও এদেশে এমন বহু মানুষ আছেন যাঁরা জ্যোতিষে বিশ্বাস করেন। তবে এই ঘটনায় অধিকাংশই আবেদন জানিয়েছেন, 'সামান্য হলেও মানবিকতা দেখান। সব কিছুর মধ্যেই গ্রহ-নক্ষত্র খোঁজার দরকার নেই।'

এখনও পর্যন্ত ওই জ্যোতিষী আর কোনও প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর পোস্ট ইতিমধ্যেই বিতর্কের কেন্দ্রে।


ভিডিও স্টোরি