শেষ আপডেট: 4th December 2023 07:35
দ্য ওয়াল ব্যুরো: আরও একটি রাজ্যের বিধানসভায় শূন্য হয়ে গেল সিপিএম। রাজস্থানে দুটি বিধানসভা ছিল দলের হাতে। এবারের ভোটে দুটিই হাতছাড়া হয়েছে তাদের। ২০২১- এ পশ্চিমবঙ্গ বিধানসভাতেও শূন্য হয়ে যায় বামেরা।
এই পর্বের ভোটে বামেদের মুখ রক্ষা হয়েছে শুধুমাত্র তেলঙ্গনায়। সেখানে একটি আসনে জয়লাভ করেছে সিপিআই।
রাজস্থানে ধারাবাহিকভাবে সিপিএম দু-তিনটি করে আসন পেয়ে আসছিল। দলের কৃষক সভা সেখানে খানিক শক্তিশালী। সেই শক্তির জোরে এবার ১২ আসনে প্রার্থী দিয়েছিল দল। কিন্তু দখলে থাকা ভদ্রা ও দুঙ্গাড়পুর আসন দুটি এবার হাতছাড়া হয়েছে। বাকি আসনেও জয়ের মুখ দেখেনি দল। ভদ্রা ও দুঙ্গাড়পুরে ভোট কাটাকাটির সুযোগে জিতেছে বিজেপি।
রাজস্থানে এমন ফল অবশ্য অপ্রত্যাশিত ছিল না। অনেক চেষ্টা করেও এবার কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া হয়নি। সেই সুযোগে সিপিএমের হাতে থাকা আসন দুটিতে অল্প মার্জিনে জিতে যায় বিজেপি। পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর দেখা যাচ্ছে, রাজস্থানে আসন সমঝোতা না হওয়ায় কংগ্রেস ও বামেরা ছয়টি আসন হারিয়েছে।
তেলেঙ্গনায় কোঠাগুড়াম আসনে জয়ী হয়েছে সিপিআই। ওই রাজ্যে কংগ্রেসের সঙ্গে এই বাম দলের বোঝাপড়া হয়েছিল। সিপিএমের সঙ্গে হয়নি। ভোটের আগে দুই রাজ্যেই কংগ্রেস ও সিপিএমের মধ্যে তিক্ততা চরমে উঠেছিল। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতাদের বামেদের সঙ্গে বোঝাপড়ায় রাজি করাতে পারেনি। রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তবু বরফ গলেনি। শুধু সিপিএম নয়, রাজস্থানে আদিবাসীদের স্থানীয় একটি দলের সঙ্গেও কংগ্রেস আসন সমঝোতায় রাজি হয়নি। ওই দল ভোট কাটাতেও ১২ আসন হাতছাড়া হয়েছে কংগ্রেসের। এইভাবে বিজেপিকে সুযোগ করে দেওয়ায় এখন দলে প্রবল সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।