শেষ আপডেট: 24th August 2024 09:43
দ্য ওয়াল ব্যুরো: অসমের নওগাঁয় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শামিল হয়েছে গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন, পুলিশ অপরাধীদের খুঁজে বের করে চরম শাস্তির ব্যবস্থা করবে। শনিবার ভোরে দেখা গেল গণধর্ষণের ঘটনায় ধৃত একমাত্র অভিযুক্ত পুলিশের ঘেরাটোপে থাকাকালে একটি পুকুরে ঝাঁপ দেয়। ঘণ্টা দুই তল্লাশির পর তার মৃতদের উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় অসম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের বক্তব্য, তারা ভোর সাড়ে তিনটে নাগাদ ধৃতকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল। উদ্দেশ্য ছিল ঘটনার পুননির্মাণ করা। তখনই পুলিশের হাত ছিঁটকে ধৃত লাগোয়া পুকুরে ঝাঁপ দেয়। সেখানেই ডুবে মারা যায় সে। যদিও প্রশ্ন উঠেছে, অপধারী নিজেই ঝাঁপ দেয়, নাকি পুলিশই তাঁকে ঠেলে ফেলে দিয়েছে। কোনও প্রভাবশালী অপরাধী বা তাদের পরিচিত কাউতে বাঁচাতে প্রমাণ লোপাটে এমনটা করা হয়েছে কি না আলোচনায় এসেছে সেই প্রশ্নও।
ধর্ষণের ঘটনাটি গত বৃহস্পতিবারের। দশম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট টিউশন নিয়ে সাইকেলে বাড়ি ফেরার পথে বাইক আরোহী তিন তরুণ তাঁর পথ আটকায়। তাকে পাশেই জঙ্গল ঘেরা জায়গায় নিয়ে ধর্ষণ করা হয়। গুরুতর অসুস্থ মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন। আরজি করে হাসপাতালের ঘটনার পর মহারাষ্ট্রের বদরপুর এবং অসমের নওগাঁর যৌন নির্যাতনের ঘটনা নিয়েই গোটা দেশে আলোচনা চলছে। তারমধ্যেই নওগাঁর ঘটনায় একমাত্র ধৃত পুলিশের ঘেরাটোপ থেকে বেরিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিল।