শেষ আপডেট: 9th January 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: একটি ঘটনায় তল্লাশি অভিযান চলছিল। বিভিন্ন দলে ভাগ হয়ে নানা জায়গায় যাচ্ছিল অসম পুলিশের টিম। এমনই এক টিমে ছিল ১৬ জন অফিসার। অভিযানের জন্য এক জায়গায় যেতে তাঁরা ভরসা করেছিল গুগল ম্যাপের ওপর। তাতেই বড় বিপত্তি। কপালে জুটল মারধর। অন্য রাজ্যে অজান্তে ঢুকে গিয়ে বেধড়ক মার খেলেন সকল পুলিশ অফিসার।
মঙ্গলবার রাতে অভিযানে বেরিয়েছিল অসম পুলিশ। তাঁদেরই ১৬ জনের একটি দল গাড়ি নিয়ে সোজা নাগাল্যান্ড পৌঁছে যায়। আসলে ইচ্ছা করে তাঁরা এটা করেননি। নির্দিষ্ট জায়গায় যেতে গুগল ম্যাপে ভরসা করেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের বিশ্বাস ভাঙে এই অ্যাপ! অজান্তেই রাজ্যের সীমানা পার করে তাঁরা পৌঁছে যান ওই রাজ্যে। তারপর সেখানের স্থানীয় বাসিন্দারা বেধড়ক মারধর করে তাঁদের।
নাগাল্যান্ডের মোকোকচুং জেলায় এই ঘটনা ঘটেছে। কিন্তু সেখানকার বাসিন্দারা আচমকা পুলিশের ওপর আক্রমণ কেন করল? আসলে তাঁরা জানতই না এঁরা পুলিশ! জানা গেছে, অভিযানের জন্য অসম পুলিশের কোনও অফিসারই উর্দিতে ছিলেন না। তাঁরা সিভিল ড্রেসে ছিলেন, আর প্রত্যেকের কাছেই স্বাভাবিকভাবে অস্ত্র ছিল।
নাগাল্যান্ডের ওই অঞ্চলের বাসিন্দারা ভেবেছিলেন দুষ্কৃতীরা এসেছে। সেই কারণেই সঙ্গে সঙ্গে তাঁদের ওপর হামলা করেন তাঁরা। পরে অবশ্য নাগাল্যান্ড পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকাবাসীরাও ক্ষমা চেয়ে নেন অসম পুলিশের আধিকারিকদের কাছে।
পুলিশ অফিসারদের শুধু মারধর করা নয়, কয়েকজনকে আটকেও রেখেছিল এলাকার বাসিন্দারা। পরে রাজ্যের পুলিশের কথায় নিশ্চিত হয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অসম পুলিশ বলছে, গুগল ম্যাপে অসমেরই একটি চা বাগান দেখিয়েছিল। কিন্তু সেটা আদতে নাগাল্যান্ডে, তা তাঁরা বুঝতে পারেননি। এর জেরেই সীমানা টপকে ফেলেন তাঁরা। মারধর খাওয়ার মাঝেই অসম পুলিশের অন্য টিমকে খবর দেওয়া হয়। তাঁরা নাগাল্যান্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে।