শেষ আপডেট: 27th August 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল অসম। প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গণ ধর্ষণ করে তিন দুষ্কৃতী। ঘটনাটি নওগাঁ জেলার।
সেই ঘটনা নিয়ে বিরোধীদের আক্রমণের মোলাবিলায় প্রথম থেকেই জঘন্য ওই অপরাধকে সাম্প্রদায়িক লাইন দেওয়ার চেষ্টা করেন অসমের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার একেবারে সরাসরি মুসলিমদের নিশানা করেন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী।
বিধানসভায় বিরোধীরা বারে বারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপরাধ দমনে পক্ষপাতিত্বের অভিযোগ করলেও নিজের অবস্থানে অনড় থাকেন হিমন্ত। তিনি বলেন, আমি অবশ্যই পক্ষ নেব। আমি বলতে চাই অসমকে মিয়া মসলিমরা দখল নিক, এটা আমি হতে দিতে পারি না। হিমন্ত প্রশ্ন তোলেন, কেন নিম্ন অসমের মানুষ উজান অসমে বসবাস শুরু করেছে। এর উদ্দেশ্য কী?
নাবালিকাকে ধর্ষণের ঘটনা নিয়ে বুধবার অসম বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিরোধীরা। সেই বিষয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, অসমকে আমি কোনও অবস্থাতেই মিয়া মুসলিমদের হাতে তুলে দিতে পারি না।
অসমে মিয়া মুসলিম বলা হয়ে থাকে বাংলাদেশ থেকে আসা বাংলাভাষী মুসলিমদের। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে অসমে মুসলিমদের নিশানা করে চলেছেন।
রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি, নাবালিকা বিয়ে বেড়ে যাওয়ার দায় মুসলিম সম্প্রদায়ের উপর চাপিয়ে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।