শেষ আপডেট: 29th August 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: বাংলাভাষী মুসলিমদের নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে চলতি বিবাদের মধ্যেই বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পাশ হল অসম মুসলিম বিবাহ ও বিচ্ছেদ নথিভুক্তকরণ আইন বাতিলের বিল। অসম রিপিলিং বিল, ২০২৪ নামে এই বিলে রাজ্যে প্রচলিত ৮৯ বছরের পুরনো মুসলিম বিবাহ নিবন্ধীকরণ ও বিচ্ছেদ সংক্রান্ত আইন তামাদি হয়ে গেল।
বাল্যবিবাহ রোধ এবং মুসলিম বিবাহে কাজি-প্রথা বিলুপ্ত করার প্রস্তাব রয়েছে বিলে। বিজেপি সরকার সেই জায়গায় অসম কম্পালসারি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্স বিল, ২০২৪ নামে নয়া বিল নিয়ে এসেছে। গত সপ্তাহে আনা ওই বিলের উপরেই এদিন আলোচনা হয়েছে বিধানসভায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমরা কাজি ব্যবস্থার অবসান চাই। যুগের পর যুগ ধরে মুসলিম বিয়েতে এই কাজি প্রথা চালু ছিল। একইসঙ্গে আমরা রাজ্যে বাল্যবিবাহ বন্ধে বদ্ধপরিকর। যদিও বিরোধী দল ইউডিএফ কাজি প্রথা বিলোপের জন্য বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছে।
ইউডিএফ নেতা আমিনুল ইসলাম বলেন, আমরাও বাল্যবিবাহের বিরোধী। তবে সরকার আগের আইনে কিছু সংশোধনী আনলেও পারত। কিন্তু, ১৯৩৫ সালের মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ নিবন্ধীকরণ বিলকে বাতিল করে দেওয়া উচিত কাজ হয়নি। এই অবস্থায় বিধানসভায় পাশ হলেও আমরা এর বিরুদ্ধে আদালতে যাব, বলেন তিনি।
অসম রিপিলিং বিলে বলা হয়েছে, এটা ঔপনিবেশিক আমলের একটা আইন। ব্রিটিশ সরকারের অধীন অসম প্রভিন্সের মুসলিমদের জন্য এই আইন প্রণয়ন করা হয়েছিল। আজকের দিনে যা অচল। রাজ্যের রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী যোগেন মোহন এই বিল পেশ করেছিলেন।