হাইপারলুপ ট্র্যাক
শেষ আপডেট: 6th December 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় রেলমন্ত্রী ৫ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বলা হচ্ছে ৪১০ মিটার হাইপারলুপ টেস্ট ট্র্যাক তৈরির কাজ শেষ হয়েছে। যা ভারতের দ্রুতগতির পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দেয়৷
থাইয়ুরের আইআইটি মাদ্রাজের ডিসকভারি ক্যাম্পাসের টেস্ট ট্র্যাকটি ভারতীয় রেলওয়ে, আইআইটি-মাদ্রাজের আবিষ্কার হাইপারলুপ টিম এবং টিইউটিআর নামে একটি স্টার্টআপ হাইপারলুপ সংস্থার যৌথ প্রচেষ্টার ফসল এই ট্র্যাক।
কেন্দ্রীয় মন্ত্রী পোস্টটির ক্যাপশনে লিখেছেন 'ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক (৪১০ মিটার) সম্পন্ন হয়েছে।'
Watch: Bharat’s first Hyperloop test track (410 meters) completed.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 5, 2024
???? Team Railways, IIT-Madras’ Avishkar Hyperloop team and TuTr (incubated startup)
????At IIT-M discovery campus, Thaiyur pic.twitter.com/jjMxkTdvAd
মন্ত্রী তাঁর ওই পোস্টে গোটা ট্র্যাক তৈরির পেছনে থাকা গোটা দলকে তাদের যুগান্তকারী কাজের জন্য প্রশংসা করেছেন। পাশাপাশি ভবিষ্যতে হাইপারলুপ প্রযুক্তির সুবিধা খুব তাড়তাড়িই মানুষ উপলব্ধি করতে পারবেন। টিম রেলওয়ে, আইআইটি-মাদ্রাজের আবিষ্কার হাইপারলুপ টিম এবং টিউটিআর-কে শুভেচ্ছা।'
প্রসঙ্গত, হাইপারলুপ ট্রেন একটি টিউবের মধ্যে দিয়ে যাতায়াত করে, যাতে কোনও বাতাস থাকে না। বাতাস বা 'এয়ার' না থাকায় সামনের দিকে এগোতে গেলে বায়ুমণ্ডলের কোনও বাধা থাকে না বলে ওই ট্রেন অত দ্রুত গতিতে ছুটতে পারে। তাই এটাকে বলা হয় হাইপারলুপ ট্রেন।