শেষ আপডেট: 25th July 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি ভবনের দুটি গুরুত্বপূর্ণ হলের নাম বদলে দেওয়া হল। দরবার হলের নতুন নাম হল গণতন্ত্র মণ্ডপ। অশোক মণ্ডপ নাম রাখা হয়েছে অশোক হলের।
রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি পরিবর্তনের ক্ষেত্রেই আদি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য বিবেচনায় রাখা হয়েছে। দরবার শব্দটির সঙ্গে রাজতন্ত্র ও ব্রিটিশ রাজের সম্পৃক্তি আছে। 'হল' শব্দটির পরিবর্তে মণ্ডপ অনেক বেশি ভারতীয়ত্ব বহন করে।
বিরোধীরা এই সিদ্ধান্তে আপত্তি না তুললেও অনেকেই প্রশ্ন তুলেছেন, যে যুক্তিতে দরবার হলের নাম গণতন্ত্র মণ্ডপ করা হল, তা নতুন সংসদ ভবনে সেঙ্গল স্থাপনের ভাবনার বিপরীত। কারণ, সেঙ্গল হল রাজদণ্ডের প্রতীক।
রাষ্ট্রপতি ভবনের দরবার হল তথা মণ্ডপে রাষ্ট্রীয় উপাধি প্রদান, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয়ে থাকে। অশোক হলে রাষ্ট্রীয় অতিথিদের অভ্যর্থনা জানানো হয়।
প্রসঙ্গত আগেই রাষ্ট্রপতি ভবনের মোঘল উদ্যানের নাম বদলে রাখা হয় অমৃত উদ্যান। আরও আগে রাষ্ট্রপতি ভবন লাগোয়া রাজপথের নাম বদলে রাখা হয়েছে কর্তব্যপথ।