শেষ আপডেট: 25th October 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো: দানা ঘূর্ণিঝড়ের প্রলয়ের হাত থেকে বাঁচাতে এক অশক্ত বৃদ্ধাকে পিঠে চাপিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেলেন ওড়িশার এক আশাকর্মী। যে ভিডিও সামনে আসতেই ভাইরালের মতো তা ছড়িয়ে পড়ল নেট-আকাশে। কথায় আছে, অতি বড় দুঃসময়ে মানুষের সাহসিকতার এমন মানবিক মুখ বেরিয়ে আসে যা অতুলনীয় নজির হয়ে রয়ে যায়।
সেইসব মানুষ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এমন কাজ করে ফেলে যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে প্রেরণার উৎস হিসেবে থেকে যায়। সেরকমই একটি নজির ধরা পড়়ল ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে, এক তরুণী প্যাচপেচে কাদামাটির রাস্তা দিয়ে এক অশীতিপর বৃদ্ধাকে পিঠে চাপিয়ে নিয়ে চলেছেন। গ্রামের রাস্তা ধরে দানার দুর্যোগ থেকে বৃদ্ধার প্রাণরক্ষার তাগিদে তিনি পা টিপেটিপে এগিয়ে চলেছেন। তাঁর গন্তব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলায় গড়ে তোলা অস্থায়ী নিরাপদ আশ্রয় শিবির।
Hats off to our #Narishakti !
— PIB in Odisha (@PIBBhubaneswar) October 24, 2024
ASHA worker Sibani Mandal from Khasmunda village of Rajnagar Block in #Kendrapara,#Odisha evacuated an elderly woman, carrying on her shoulder to a #Cyclone shelter.#CycloneDana pic.twitter.com/MaOUs5ihmi
ওড়িশায় প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবি তাদের অফিসিয়াল এক্স পেজে এই দৃশ্যটি পোস্ট করে লিখেছে, আমাদের নারীশক্তিকে কুর্নিশ! আশা কর্মী শিবাণী মণ্ডল থাকেন ওড়িশার কেন্দ্রপাড়ার রাজনগর ব্লকের খাসমুন্ডা গ্রামে। তিনি কর্তব্য ও মানবিকতার তাগিদে এক বৃদ্ধাকে তাঁর কাঁধে করে সাইক্লোন আশ্রয় শিবিরের উদ্দেশে নিয়ে চলেছেন।
সামাজিক স্বাস্থ্যসুরক্ষায় গ্রামে গ্রামে আশাকর্মীরা মেয়েদের সুস্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষিত হন। ২০২২ সালে ৭৫-তম বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলিতে ভারতের আশা কর্মীরা হু-র ডিরেক্টর জেনারেল গ্লোবাল হেল্থ লিডার পুরস্কারপ্রাপকদের অন্যতম ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, আশা গ্রামীণ জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কাজ করে থাকে। যেমন- প্রসূতি স্বাস্থ্যরক্ষা ও পরামর্শ, শিশুদের টিকাকরণ, টিবি, চর্মঘটিত রোগ, সংক্রামক ব্যাধি প্রতিরোধ এবং পুষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ আশা কর্মীরা।