Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Asaduddin Owaisi

Pahalgam: 'এবার ঘরে ঢুকে বসে থাকতে হবে', POK নিয়ে কেন্দ্রকে 'পরামর্শ' ওয়েইসির

সম্প্রতি এক খবর ছড়িয়েছে যে, পাকিস্তানি সেনাবাহিনী থেকে জওয়ানরা ইস্তফা দিতে শুরু করেছেন একে একে। একাধিক অফিসার পোস্টের কর্মীরাও কাজ ছাড়ছেন।

Pahalgam: 'এবার ঘরে ঢুকে বসে থাকতে হবে', POK নিয়ে কেন্দ্রকে 'পরামর্শ' ওয়েইসির

আসাদউদ্দিন ওয়েইসি

শেষ আপডেট: 1 May 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার (Jammu Kashmir Pahalgam Terror Attack) পর পাকিস্তানকে তুলোধনা করেছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান এবং লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তাঁর স্পষ্ট কথা ছিল, পাকিস্তানের আইএসআই এবং সরকার এদের মদত দিয়েছে এই হামলায়। এবার তিনি পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে বড় মন্তব্য করলেন। কেন্দ্রীয় সরকারকে দিলেন 'টিপস'।

সম্প্রতি এক খবর ছড়িয়েছে যে, পাকিস্তানি সেনাবাহিনী থেকে জওয়ানরা ইস্তফা দিতে শুরু করেছেন একে একে। একাধিক অফিসার পোস্টের কর্মীরাও কাজ ছাড়ছেন। শুধু তাই নয়, সকলে পরিবার নিয়ে নাকি দেশ ছেড়ে চলেও যেতে শুরু করেছেন! ওয়েইসি এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন, ''এই খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে বলব খুবই ভাল। ওরা আমাদের জায়গা দখল করে এত বছর বসে ছিল। এখন নিজেরাই ছেড়ে যাচ্ছে। আমাদের তা দখলে নেওয়া উচিত।'' 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এক কথায় কেন্দ্রীয় সরকার শপথ নিয়েছে পহেলগাম কাণ্ডের জবাব দেওয়া হবে। জঙ্গিদের খুঁজে খুঁজে খতম করা হবে। 'ঘর মে ঘুসকে...' হুঙ্কারও দেওয়া হয়েছে। তবে ওয়েইসি শুধু এই হুঙ্কারে সন্তুষ্ট নন। তাঁর কথায়, ''এবার শুধু ঘরে ঢুকে মারলে হবে না। ওখানেই বসে থাকতে হবে। ভারতের উচিত পাক অধিকৃত কাশ্মীরের অধিকার দ্রুত সম্ভব ফিরিয়ে নেওয়া।'' 

পাকিস্তানকে একহাত নিয়ে ওয়েইসি আগেই বলেছেন, জঙ্গিদের মাথার উপর রয়েছে পাকিস্তান। এই শয়তানরা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। ওরা কাশ্মীরে শান্তি বজায় রাখতে দেবে না। সময় এসে গেছে ওদেরও উচিত শিক্ষা দেওয়ার। সেই পরিপ্রেক্ষিতেই পাক অধিকৃত কাশ্মীর সম্পূর্ণভাবে দখলের কার্যত ডাক দিয়ে দিলেন তিনি। খানিক আফসোস করে এও বলেন, ''২০১৯ সালে যদি নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইকের সময়ে জঙ্গিদের লঞ্চ প্যাডগুলির দখল নিয়ে নিতেন...''  

বৃহস্পতিবার অর্থাৎ আজই অসমে গিয়ে দেশবাসীকে জঙ্গি দমনে আশ্বাস দিয়েছেন অমিত শাহ। জানিয়ে দেন, হামলা করে কেউ রেহাই পাবে না। সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। মোদী সরকার কাউকে ছাড়বে না। 

ঘটনার নৃশংসতা দেখে শিউরে উঠেছে দেশবাসী। আজও অনেকেই বিশ্বাস করতে পারেন না, এমনও হতে পারে? এই সূত্রেই পাকিস্তানকে কড় বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দৃঢ় প্রতিজ্ঞা, পহেলগামের হামলাকারীরা রক্ষা পাবে না। দেশ থেকে দূর করা হবে সন্ত্রাসবাদ। ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। 


ভিডিও স্টোরি