শেষ আপডেট: 4th January 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে নতুন করে অশান্তি ছড়ানোয় ফের কংগ্রেসের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এক এক্সবার্তায় লিখেছেন, আপনি ২০২২ সালের জানুয়ারিতে বিজেপির হয়ে ভোট চাইতে শেষবার মণিপুরে গিয়েছিলেন। তার পরের বছর অর্থাৎ ২০২৩ সালের ৩ মে থেকে এই রাজ্যে হিংসা ছড়িয়ে পড়ে। এরমধ্যে প্রায় ৬০০ দিন কেটে গিয়েছে। সংবাদমাধ্যমের খবর এবং উপগ্রহ ছবিতে দেখা গিয়েছে, এই রাজ্যে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এরপর সম্প্রতি (শুক্রবার) ফের নতুন হিংসা ছড়িয়েছে। কাংপোকপি জেলায় পুলিশ সুপার পর্যন্ত আক্রান্ত হয়েছেন উন্মত্ত জনতার হামলায়।
খাড়্গে আরও লিখেছেন, আপনাদের অপদার্থ এবং নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই সেদিন ক্ষমা চেয়েছেন, অনুশোচনা প্রকাশ করেছেন রাজ্যের পরিস্থিতির জন্য। কিন্তু আপনি এখনও মণিপুরে যাওয়ার সময় পাননি। আসলে সীমান্তবর্তী এই সুন্দর ছবির মতো রাজ্যকে জ্বলতে দেওয়ার পিছনে বিজেপির নিজস্ব স্বার্থ লুকিয়ে রয়েছে। এই রাজ্যে এখনও পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন ৬০,০০০-এর বেশি। গত ২০ মাসের বেশি সময় ধরে মানুষ আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন।
.@narendramodi ji,
— Mallikarjun Kharge (@kharge) January 4, 2025
Your last visit to Manipur was for seeking votes for BJP, way back in January 2022.
Violence erupted in the state on 3rd May 2023.
More than 600 days have passed, and media reports through satellite images have now revealed that villages after villages… pic.twitter.com/kVVLzb4Tw6
কংগ্রেসের রাজ্যসভার নেতা খাড়্গে আরও বলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে, শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের। গত ৬ ডিসেম্বর মণিপুরের ইন্ডিয়া জোট শরিকরা আপনার কাছে তিনটি নির্দিষ্ট ও সহজ আর্জি জানিয়েছিল। প্রথমটি হল, বছর শেষ হওয়ার আগে আপনি মণিপুর পরিদর্শনে আসুন। কিন্তু আপনি তা করেননি। দ্বিতীয় অনুরোধটি ছিল, দিল্লিতে আপনার কার্যালয়ে সর্বদল বৈঠক ডাকুন। আপনি তাও করেননি। তৃতীয়ত, মণিপুরে আপনি সরাসরি হস্তক্ষেপ করুন। আপনি তাও করেননি। যদি আপনি এর একটি অনুরোধও রাখতেন, তাতেও আপনি রাজধর্ম পালনের সাংবিধানিক ত্রুটি খণ্ডন করতে পারতেন না। মণিপুরে আগুন লাগানোর দেশলাইকাঠি হল বিজেপি, লিখেছেন খাড়্গে।
প্রসঙ্গত, মণিপুরের কাংপোকপি জেলায় শুক্রবার রাতে একদল জনতা পুলিশ সুপারের বাড়ি আক্রমণ করে। তাতে পুলিশ সুপার মনোজ প্রভাকর সহ কয়েকজন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন। এই ঘটনার পিছনে কুকিদের হাত রয়েছে বলে সন্দেহ। তারপরেই শনিবার ভোর থেকে ব্যাপক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে জেলা জুড়ে।