শেষ আপডেট: 2nd August 2024 11:18
দ্য ওয়াল ব্যুরো: তাঁর বাড়িতে ইডি অভিযান চালাতে পারে বলে শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে অভিযোগ পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন রাহুল গান্ধী। তার রেশ গিয়ে পড়েছে সংসদে। কংগ্রেসের প্রবীণ সাংসদ মণিক্কম টেগর স্পিকারের কাছে মূলতুবি প্রস্তাব জমা দিয়ে দাবি করেছেন, বাকি সব কর্মসূচি স্থগিত রেখে লোকসভায় ইডি ও সিবিআইয়ের ভূমিকা বিশেষ করে বিরোধীদের অপদস্থ করার চেষ্টা নিয়ে আলোচনা করতে দিতে হবে।
স্পিকার প্রস্তাবে সায় না দিলে কংগ্রেস সাংসদেরা চিৎকার জুড়ে দেন। তাঁদের সঙ্গী হন ইন্ডিয়া জোটের শরিক দলগুলিও। সেই সঙ্গে নিটের প্রশ্ন ফাঁস, এনসিইআরটি’র সিলেবাস বদলের মতো ইস্যতেও সরব বিরোধীরা। রাহুল গান্ধীর জাত নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির অনুরাগ ঠাকুর। শুক্রবার সেই ইস্যুতে আলাদা করে সরব হন কংগ্রেসের মহারাষ্ট্রের সাংসদেরা।
এদিকে, রাহুলকে পাল্টা আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির গিরিরাজ সিং। তিনি বলেন, ‘দেশের দুর্ভাগ্য যে রাহুল গান্ধীর মতো মানুষ বিরোধী দলনেতা। যিনি গোটা বিশ্বের মানুষের জাত খুঁজে বেড়াচ্ছেন।’ রাহুলের ইডি প্রসঙ্গ অনুহ্য রেখে গিরিরাজ বলেন, বিরোধী দলনেতা সংসদের ভিতরে ও বাইরে লাগাতার অসত্য বলে চলেছেন।
শুক্রবার সকালে রাহুল অভিযোগ করেন তাঁর বাড়িতে যে কোনও সময় হানা দিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দা। এক্স হ্যান্ডেলে রাহুলের এই পোস্ট ঘিরে সাতসকালেই রাজনীতির আবহাওয়া তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতার বক্তব্য, ইডি সূত্রেই তিনি এমন খবর পেয়েছেন। সাতসকালে কেন এমন গুরুতর অভিযোগ করলেন বিরোধী দলনেতা? তাঁর বক্তব্য, সংসদে তাঁর চক্রব্যুহ সংক্রান্ত বক্তব্যে দু’জনের মধ্যে একজন অসন্তুষ্ট। নাম না করলেও মনে করা হচ্ছে, রাহুল ইঙ্গিত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে।
রাহুল গত বুধবার সংসদে বাজেট বিতর্কে বলেছিলেন, মহাভারতে যেমন অভিমুন্যকে চক্রব্যুহে ফাঁসিয়ে হত্যা করা হয়েছিল, আজকের ভারতেও তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে পদ্মব্যুহকে নিয়ে। যার ছবি প্রধানমন্ত্রী বুকে বয়ে বেড়ান।
বিজেপির দলীয় প্রতীক পদ্মফুলের উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, একবিংশ শতাব্দিতে ছয়জন মিলে পদ্মব্যুহ নির্মাণ করছেন। তাতে গোটা দেশবাসী বিপন্ন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, আরএসএস প্রধান মোহন ভাগবত, অনিল আম্বানি এবং গৌতম আদানির নাম করেন রাহুল। শেষের চারজন সংসদের সদস্য না হওয়ায় তাঁদের নামগুলি কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেন স্পিকার ওম বিড়লা। পরে এক্স হান্ডেলে নামগুলি উল্লেখ করেন বিরোধী দলনেতা।