শেষ আপডেট: 15th February 2025 20:30
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটছে স্রেফ ভিড়ের কারণে। সেই চাপ সামাল দেওয়ার জন্য কুম্ভমেলার সময়সীমা আরও বাড়িয়ে দেওয়ার আর্জি জানালেন অখিলেশ যাদব।
শনিবার অখিলেশ বলেন, "অনেক মানুষ এখনও মহাকুম্ভে যেতে চাইছেন। কিন্তু পারছেন না। এই পরিস্থিতিতে মহাকুম্ভের সময়সীমা আরও বৃদ্ধি করা উচিত সরকারের।"
বস্তুত, এর আগে কুম্ভমেলা ৭৫ দিন ধরে চলত। এবার সে সময়সীমা কমিয়ে আনা হয়েছে। সেই কথাও উল্লেখ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় মেলার একাধিক ছবি এবং ভিডিও চিন্তা বাড়িয়েছে যোগীরাজ্যের প্রশাসনের। টিকিটের থোড়াই কেয়ার, অমৃত কুম্ভের সন্ধানে ট্রেনে-বাসে চেপে বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পুণ্যস্নান করতে যাচ্ছেন।
বেশি দিনও হয়নি এই ভিড়ের ঠেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল দেখেছে এই মেলা। যে কারণে কিছু সময়ের জন্য প্রয়াগরাজের সঙ্গম রেলস্টেশন বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হওয়া কুম্ভমেলা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন। উত্তরপ্রদেশ সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫০ কোটিরও বেশি মানুষ পুণ্যস্নান করেছেন ত্রিবেণী সঙ্গমে।
স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে আরও ভিড় হওয়ায় সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে কারণে আরও বেশি সংখ্যক মানুষ যাতে পুণ্যস্নানের সুযোগ পান, সেই কারণে উত্তরপ্রদেশ সরকারকে আরও কয়েক দিন মেলা চালানোর আর্জি জানিয়েছেন অখিলেশ।