শেষ আপডেট: 18th January 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রাজনৈতিক উত্তেজনা। হাতেগোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির ৫ তারিখে দিল্লিতে বিধানসভা ভোট। তার আগেই এবার বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
জানা গেছে, শনিবার দুপুরে দিল্লির বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। আচমকা তাঁর গাড়ি ঘিরে কয়েকজন বিক্ষোভ দেখাতে থাকে বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই কেজরিওয়াল যে গাড়িতে চেপে প্রচার সারছিলেন সেই গাড়িতেই এসে পরে একটি বিশাল পাথর। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে আপ। যেখানে এমন ছবিই সামনে এসেছে।
আপের অভিযোগ, বিজেপি প্রার্থী পরবেশ ভার্মার গুণ্ডারাই এমন কাণ্ড ঘটিয়েছে। কেজরিওয়াল যাতে কোনওভাবেই প্রচার করতে না পারেন সে কারণেই তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে আপের পাল্টা চ্যালেঞ্জ, কাপুরুষের মতো আক্রমণ করে ওঁকে ভয় দেখানো যাবে না। দিল্লির মানুষ এর উপযুক্ত জবাব দেবে।
ভাইরাল ভিডিওতে কেজরিওয়ালের গাড়ির সামনে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে কালো পতাকা দেখাতে দেখা যায়। আপের অভিযোগ, প্রচার বন্ধ করতেই এমন প্ল্যান করেছে গেরুয়া শিবির।
পুলিশ সূত্রে খবর, কে বা আকারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে আপের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় বিজেপির কোনও সমর্থক জড়িত থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ভোটের মুখে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির উপর হামলা নিয়ে আপ যে সহজে বিজেপিকে ছেড়ে দেবে না তা দিনের আলোর মতো পরিষ্কার।
हार के डर से बौखलाई BJP, अपने गुंडों से करवाया अरविंद केजरीवाल जी पर हमला‼️
— AAP (@AamAadmiParty) January 18, 2025
BJP प्रत्याशी प्रवेश वर्मा के गुंडों ने चुनाव प्रचार करते वक्त अरविंद केजरीवाल जी पर ईंट-पत्थर से हमला कर उन्हें चोट पहुंचाने की कोशिश की ताकि वो प्रचार ना कर सकें।
बीजेपी वालों, तुम्हारे इस कायराना… pic.twitter.com/QcanvqX8fB
শনিবারই সাংবাদিক বৈঠক করে ভোটে জিতলে দিল্লিতে বসবাসকারী ভাড়াটেদের জন্য বিনামূল্যে জল ও বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেজ্রিওয়াল। জানা গেছে, তারপরই তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচার সারতে বেরিয়েছিলেন। সেখানেই আচমকা ঘটে যায় দুর্ঘটনা। শেষ পাওয়া খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, পাল্টা বিজেপি প্রার্থী পরবেশের তরফে দাবি করা হয়েছে, এদিন প্রচারের সময় কেজরিওয়ালের গাড়ি দুই বিজেপি সমর্থককে ধাক্কা মারে। তাঁদের পা ভেঙে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।