শেষ আপডেট: 27th March 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো: আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই আবগারি দুর্নীতির অর্থ কোথায়, এবার আদালতে সেই তথ্য প্রকাশ করবেন কেজরিওয়াল। এমনই দাবি করলেন আম আদমি পার্টির প্রধানের স্ত্রী সুনীতা কেজরিওয়াল।
আগামীকাল ২৮ মার্চ কেজরিওয়ালের মামলার শুনানি রয়েছে। বুধবার সুনীতা দাবি করেন, বৃহস্পতিবার আদালতে 'তথাকথিত দিল্লি আবগারি কেলেঙ্কারির' বিষয়ে বিস্তারিত জবাব দেবেন তাঁর স্বামী। একটি ভিডিওতে কেজরিওয়ালের স্ত্রীর এই বিস্ফোরক দাবির পরই দিল্লির রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
ঠিক কী বলেছেন সুনীতা? আপ সুপ্রিমোর ঘরনীর দাবি, ২৮ মার্চ আবগারি দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের পর্দা ফাঁস করবেন স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল। রাউজ অ্যাভিনিউ আদালতে সবকিছু খোলসা করবেন কেজরিওয়াল। তিনি কথায়, "তথাকথিত মদ কেলেঙ্কারিতে ইডি ২৫০ টিরও বেশি অভিযান চালিয়েছে। আমার (কেজরিওয়াল) বাড়ি থেকে শুধুমাত্র ৭৩০০০ টাকা নগদ পেয়েছে ইডি।
কেন্দ্রের বিজেপির উদ্দেশ্যে কেজরিওয়াল পত্নী প্রশ্ন তোলেন, “দু'দিন আগে, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির জল ও নর্দমাj সমস্যা নিয়ে জলমন্ত্রী অতিশীকে একটি চিঠি পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে মামলা করেছে। তারা কি দিল্লিকে ধ্বংস করতে চায়? তারা কি চায় জনগণ কষ্টে থাকুক?”
'
২০২১ সালের নভেম্বর মাসে কেজরিওয়ালের দিল্লি সরকার মদ বিক্রির নয়া নীতি কার্যকর করেছিল। তবে কয়েকদিন পরই সেই নীতি বাতিল করা হয়। এরই মাঝে অভিযোগ ওঠে, সংশ্লিষ্ট নীতির অধীনে নির্দিষ্ট কিছু মদ ব্যবায়ীর থেকে ঘুষ নিয়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। মদ বেচার লাইসেন্সের জন্য ডিলাররা ১০০ কোটি টাকার ঘুষ দিয়েছিল আম আদমি পার্টিকে। এদিকে এই গোটা ঘটনায় তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কবিতার সরাসরি যোগ ছিল বলে দাবি ইডির। কবিতার মদতে দক্ষিণ ভারতে অনেক সংস্থা আপ-কে ঘুষ দিয়ে দিল্লিতে মদ বিক্রির লাইসেন্স পেয়েছিল বলে অভিযোগ।
সংশ্লিষ্ট অভিযোগেই কেজরিওয়ালকে গত বছর থেকে বার বার তলব করে ইডি। কিন্তু কোনও তলবেই সাড়া দেননি তিনি। এরপর গত সপ্তাহে আপ প্রধানকে নিজেদের হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৯ এপ্রিল পর্যন্ত তাঁর হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।