শেষ আপডেট: 15th April 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না। লোকসভা ভোট শুরুর পরেও তাঁকে তিহার জেলেই কাটাতে হবে। এদিন শীর্ষ আদালত কেজরিওয়ালের জরুরি ভিত্তিতে আনা আবেদনের শুনানির পরবর্তী দিন ধার্য করে দু-সপ্তাহ পর। কারণ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরির আবেদনের কোনও সাড়া দেয়নি। দেশের সর্বোচ্চ আদালত তদন্তকারী সংস্থাকে দু সপ্তাহের ভিতর দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদনের জবাব দিতে বলেছে।
সুপ্রিম কোর্টে আবেদনের শুনানির আগেই তিহার জেলে গিয়ে কেজরির সঙ্গে দেখা করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সাক্ষাতের পর মান বলেন, একটি কাচের জানালা দিয়ে তাঁকে কথা বলতে দেওয়া হয়েছে। কেজরি তাঁর কাছে পাঞ্জাবের উন্নয়নমূলক প্রকল্পের কাজ কেমন চলছে, তা জানতে চান।
তিনি আরও বলেন, জেলে তাঁর সঙ্গে কট্টর অপরাধীদের মতো ব্যবহার করা হচ্ছে। এমনকী তারা যে সমস্ত সুযোগ-সুবিধা পায়, তাও দেওয়া হচ্ছে না। এটা খুবই দুঃখের। তাঁর অপরাধ কোথায়, প্রশ্ন তোলেন মান। তাঁর সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন, দেশের বিরাট কোনও জঙ্গিকে ধরেছে ওরা। প্রধানমন্ত্রী মোদী কী চান! কেজরিওয়ালকে কট্টর ইমানদার বলে ব্যাখ্যা করেন এই আপ নেতা।
হাইকোর্টে ইডির গ্রেফতারির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই মামলায় দিল্লি হাইকোর্ট ইডির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। উচ্চতর আদালত বলেছে, কেন্দ্রীয় এজেন্সি আইন মেনে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে।
সুপ্রিম কোর্টেও দিল্লির মুখ্যমন্ত্রীর স্বস্তি না মেলায় বিশেষত ভোটের মুখে তাঁর জেলমুক্তি কঠিন হয়ে পড়ল। যদিও তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন। তার আগে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে সিবিআই। বর্তমানে তিনি তিহার জেলে বন্দি। গত মাসের ২১ তারিখ তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও দিল্লির আবগারি দুর্নীতির প্রথম মামলাকারী ওই তদন্তকারী সংস্থাই।