শেষ আপডেট: 4th October 2024 19:04
দ্য ওয়াল ব্যুরো: বুধবারই সরকারি বাসভবন ছাড়ার দিনক্ষণ ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন শুক্রবারের মধ্যেই নতুন বাড়িতে যাবেন। সেইমতোই এদিন সকালে সরকারি বাংলো ছেড়ে সস্ত্রীক নতুন ঠিকানায় পৌঁছে গেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আম আদমি পার্টি প্রধান জানিয়েছেন, দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের পরই তিনি ফের সরকারি বাসভবনে ফিরবেন। তার আগে কোনওমতেই নয়। দিল্লির সিভিলস লাইন এলাকার সরকারি বাসভবন এখন অতীত। লুটিয়েন্স দিল্লির ৫ নম্বর ফিরোজ শাহ রোডের বাংলোই কেজরির বর্তমান ঠিকানা।
সূত্রের খবর, মান্ডি হাউসের কাছেই ওই বাংলোটি আপের রাজ্যসভার সাংসদ অশোক মিত্তলের নামে বরাদ্দ। সেখানেই এদিন স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে নিয়ে সোজা পৌঁছে যান আপ প্রধান। ইতিমধ্যে কেজরিওয়ালের সরকারি বাসভবন ছাড়ার ছবি সামনে এসেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর গত ন’বছর সরকারি বাসভবনেই ছিলেন কেজরিওয়াল। কিন্তু সে পর্ব এখন অতীত। বর্তমানে দিল্লি দেখভালের দায়িত্ব আতিশী মারলেনার হাতেই তুলে দিয়েছেন আম আদমি পার্টির প্রধান। কিন্তু আপ সুপ্রিমো বাড়ি ছাড়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী এবার মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ দিল্লির সিভিলস লাইন এলাকার সরকারি বাসভবনে উঠবেন আতিশী? যদিও সেই প্রসঙ্গে আপের তরফে এখনও কিছু জানানো হয়নি।
মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর দেখা গিয়েছে কেজরিওয়ালের জন্য পাশের চেয়ার ফাঁকাই রেখেছিলেন আতিশী। কিন্তু কেজরিওয়ালের ছেড়ে যাওয়া সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী হিসাবে আতিশীর আগমন ঘটে কী না সেদিকে নজর থাকবে।
গত বুধবারই সরকারি বাসভবন ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কেজরিওয়াল। জানা গিয়েছিল, দলের তরফে তাঁর নিরাপত্তার কারণে আপের সদস্যরাই তাঁকে সরকারি বাসভবন ছাড়তে বারণ করেছিলেন। কিন্তু সেসব কোনও কথাই শোননেনি তিনি। উল্টে স্পষ্ট জানিয়েছিলেন ‘ভগবান তাঁকে রক্ষা করবেন।’
আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে বেরনোর পরই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন কেজরি। সাফ জানিয়েছিলেন যতদিন না মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি অন্য লোকের বাড়িক্তে থাকলেও সরকারি বাসভবনে থাকবেন না। তবে ফিরোজ শাহ রোড আপের সদর দফতরের কাছাকাছি হওয়ায় দিল্লির প্রাক্তন মন্ত্রীর যে সুবিধাই হবে সেকথা দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।