শেষ আপডেট: 2nd October 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: বারণ করলেও শোনেননি। পরিষ্কার জানিয়েছিলেন ঈশ্বর তাঁকে রক্ষা করবেন। এবার সরকারি বাসভবন ছাড়ার দিনক্ষণ ঘোষণা করে দিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
আগামী শুক্রবারের মধ্যে সরকারি ভবন খালি করে নয়া দিল্লির নতুন বাড়িতে কেজরিওয়াল উঠছেন বলে খবর। তবে নিরাপত্তার কারণে দলের নেতারা কেজরিওয়ালকে বারবার বারণ করলেও তিনি তা শোনেননি।
উল্টে নিজের সিদ্ধান্তেই অনড় থেকে আপ প্রধান জানিয়েছেন তাঁকে নিয়ে ভয়ের কোনও কারণই নেই। ভগবান তাঁকে বাঁচাবেন।
সেপ্টেম্বরের ১৭ তারিখ দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে ইস্তফা দিয়েছিলেন কেজরিওয়াল। তারপরই দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল সরকারি বাসভবন ছাড়বেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আপের তরফে যদিও পরে কেজরিওয়ালের নিরপত্তার কারণে সরকারি বাসভবন চেয়ে আবেদন জানানো হয়। কিন্তু কেজরিওয়াল নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর।
গত ১৩ সেপ্টেম্বর আবগারি দুর্নীতি মামলায় জামিন পান কেজরিওয়াল। তার ঠিক চার দিন পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি।