শেষ আপডেট: 11th February 2025 08:34
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে সরকার হাতছাড়া হয়েছে। লজ্জার হার হয়েছে আম আদমি পার্টির। তার জেরে পাঞ্জাবে আপ সরকারে বিদ্রোহের আঁচ পাচ্ছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। কালক্ষেপ না করে মঙ্গলবারই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সব মন্ত্রী ও বিধায়কদের দিল্লিতে তলব করেছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লিতে বিপর্যয়ের পরই পাঞ্জাবে আপ সরকারে বিদ্রোহের আঁচ পাওয়া গিয়েছিল। আশ্চর্যের হল বিদ্রোহীদের পিছনে মুখ্যমন্ত্রী ভগবত মানের প্রশ্রয় রয়েছে বলে জানা যাচ্ছে। কেজরিওয়ালের স্নেহের পাত্র মান গুরুর প্রতি রুষ্ট বলে দলের একাধিক সুত্র থেকে জানা যাচ্ছে।
রাজনৈতিক মহলের খবর, মান এখন দিল্লির আম আদমি পার্টির সঙ্গে তাঁর ফারাক তুলে ধরতে ব্যস্ত। এমনীতে পাঞ্জাবে বিজেপি তেমন শক্তিশালী নয়। সেখানে অপারেশন লোটাসের সম্ভাবনা তুলনায় অনেক কম। কিন্তু আপের ঘরে আগে থেকেই অশান্তি চলছে। দিল্লিতে দলের বিপর্যের পর অশান্তি থামাতে মুখ্যমন্ত্রী মান স্বয়ং কেজরিওয়ালের সঙ্গে দূরত্ব তৈরি করছে বলে আপের শীর্ষ নেতৃত্বের কাছে খবর।
কেজিওয়ালও বসে নেই। দিল্লির ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মঙ্গলবার পাঞ্জাবের গোটা আপ পরিবারকে রাজধানীতে তলব করেছেন। মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়কদের মুখ থেকে শুনবেন তাঁদের বক্তব্য। শোনা যাচ্ছে, বেশ কয়েকজন আপ বিধায়ক মুখ্যমন্ত্রী মানের কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট। দিল্লিতে হারের পর গদি বাঁচাতে মান তাঁদের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে কেজরির সঙ্গে দূরত্ব তৈরির কৌশল নিয়েছেন।
আপের একটি সুত্রের খবর, কেজরিওয়াল আপাতত পাঞ্জাবের রাজনীতিতে বেশি সময় দেবেন। এমনকী লুধিয়ানার শূন্য আসন থেকে জিতে পাঞ্জাবের বিধায়ক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিধায়ক হয়ে পাঞ্জাব সরকারের বিশেষ উপদেষ্টা হতে পারেন তিনি। আপের অন্দরের খবর, দিল্লিতে বিপর্যয়ের জেরে কেজরিওয়াল দলের নিজের গদি রক্ষা নিয়েও চিন্তিত। আপের পাঞ্জাব ইউনিটকে সময় দেওয়ার সেটাও একটি কারণ।