শেষ আপডেট: 8th January 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: সামনেই দিল্লি বিধানসভা ভোট। তার আগে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ তৃণমূল এই নির্বাচনে তাঁদের সমর্থন করবে বলে জানিয়েছে। মমতাকে প্রশংসায় ভরিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন কেজরিওয়াল।
বিজেপির বিরুদ্ধে এক হয়ে 'ইন্ডিয়া' জোট গড়া হয়েছে। তার সদস্য আপ, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং কংগ্রেস। কিন্তু সম্প্রতি হাত শিবিরের সঙ্গে দূরত্ব বেড়েছে কেজরিওয়ালদের। রাহুল গান্ধীদের সরাসরি আক্রমণ করে দাবি করা হয়েছে, তাঁরা নাকি লুকিয়ে বিজেপির সঙ্গে কাজ করছে। এই পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেজরিওয়ালের ধন্যবাদ জানানো যে রাজনৈতিক মহলের জন্য তাৎপর্যপূর্ণ বিষয় হবে, তা নিঃসন্দেহে বলা যায়।
কেজরিওয়াল মমতার উদ্দেশে লিখেছেন, ''দিল্লির নির্বাচনের জন্য তৃণমূল আমাদের সমর্থন করবে বলে জানিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মমতা দিদির কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি। ভাল হোক বা খারাপ, আপনি আমাদের সব সময়ে সমর্থন এবং আশির্বাদ করে গেছেন।''
TMC has announced support to AAP in Delhi elections. I am personally grateful to Mamta Didi. Thank you Didi. U have always supported and blessed us in our good and bad times.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 8, 2025
মাত্র কদিন আগে 'ইন্ডিয়া' থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার দাবি তুলেছিল কেজরিওয়ালের দল। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে দাবি করেছেন, দিল্লির আসন্ন নির্বাচনের জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে তারা! ভোটে বিজেপিকে জিততে সাহায্য করতেই চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। উল্লেখযোগ্যভাবে, গত লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস এবং আপ। কিন্তু সেই ভোটে গো-হারা হারে তাঁরা। তারপর কংগ্রেসের এক নেতা কেজরিওয়ালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় দুই দলের সম্পর্ক আরও তিক্ত হয়।
কংগ্রেস নেতা অজয় মাকেন মন্তব্য করেছিলেন, কেজরিওয়ালের কোনও মতাদর্শ নেই। তিনি রাজনৈতিক স্বার্থে বিজেপি সরকারের একাধিক সিদ্ধান্ত সমর্থন করে গেছেন। এমনকী যে লোকপাল আন্দোলন করে তাঁর উত্থান, সেই জনলোকপাল দিল্লি বা পাঞ্জাব কোথাও গঠন হয়নি। কেন, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপরই কার্যত কংগ্রেসকে 'জবাব' দিতে তাঁদের জোট থেকেই বের করার উদ্যোগ নিয়েছে আম আদমি পার্টি।
এখন দিল্লির ভোটের আগে তৃণমূল ছাড়াও সমাজবাদী পার্টিকে ধন্যবাদ জানিয়েছেন আপ সুপ্রিমো। পাল্টা তাঁদের তরফেও জানানো হয়েছে, আপ-এর পাশে তাঁরা আছে। এই অবস্থায় কংগ্রেস আর আপ যে দুই মেরুতে অবস্থান করছে তা জলের মতো পরিষ্কার। প্রসঙ্গত, দিল্লি বিধানসভার ভোট হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি।