শেষ আপডেট: 10th February 2025 07:50
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (AAP) বড় পরাজয়ের কারণ হিসেবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভুল কৌশলকেই দায়ী করলেন জন সুরাজ পার্টির প্রধান ও বিশিষ্ট নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর। তাঁর মতে, জামিন পাওয়ার পর কেজরিওয়ালের মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত ছিল বড় রাজনৈতিক ভুল, যা দলের ভরাডুবির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
রবিবার এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, 'দিল্লিতে আপের পরাজয়ের প্রধান কারণ ১০ বছরের শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ। তবে কেজরিওয়ালের পদত্যাগের সময় নির্বাচনের আগে হওয়ায় তা আপের জন্য আরও ক্ষতিকর হয়েছে। যদি তিনি গ্রেফতারের পরই পদত্যাগ করতেন, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। কিন্তু জামিন পাওয়ার পর পদত্যাগ করে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করায় মানুষের মন বদলেছে।'
শনিবার কার্যত ভরাডুবি হয়েছে আপের। এই পরাজয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে প্রশান্ত কিশোর কেজরিওয়ালের রাজনৈতিক অবস্থানের দোদুল্যমানতাকে দায়ী করেন। তাঁর কথায় 'প্রথমে কেজরিওয়াল ইন্ডিয়া জোটে যোগ দেন, পরে দিল্লিতে একক লড়াই করার সিদ্ধান্ত নেন। এই নীতিগত অস্থিরতা তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্ন তুলেছে।'
এছাড়া, গত কয়েক বছরে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে দিল্লি। জলের সমস্যা, বস্তিবাসীদের দুর্ভোগ, দূষণ নিয়ন্ত্রণ করতে না পারা, যমুনার ভয়াবহ পরিস্থিতি। দিল্লির গদি পাল্টানোর জন্য এসবও যথেষ্ট দায়ী বলে মনে করেন নির্বাচনী কৌশলবিদ। এসবের ফলে ভোটারদের মনোভাব পাল্টেছে। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে কেজরিওয়াল আগামী কয়েকবছর সাংগঠনিক কাজে মন দিতে পারেন বলে মনে করেন তিনি। কোনও প্রশাসনিক দায়িত্ব না থাকায় মন দিয়ে দলের কাজ করতে পারবেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলে গুজরাত-সহ অন্যান্য রাজ্যে আপকে বিস্তৃত করার কাজ করতে পারবেন।
নির্বাচনে পরাজয়ের পর আপের পরবর্তী কৌশল কী হবে, তা নিয়ে জল্পনা চলছে। এদিকে দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবির। কে হবেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে সকলে।