শেষ আপডেট: 3rd January 2025 17:08
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের ত্রিশূল জবাব দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লি বিধানসভা ভোটের প্রচারের ঘড়িতে দম দিয়ে মোদী আম আদমি পার্টির সরকারকে দুর্নীতিগ্রস্ত এবং আপদা (বিপর্যয়) বলে নামকরণ করে দেন। মোদীর ভাষণের কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কটাক্ষের পাল্টা তির মারলেন কেজরি।
আপের আহ্বায়ক বলেন, দিল্লিতে কোনও বিপর্যয় নেমে আসেনি। বিপর্যয় ও দুরবস্থা বিজেপির মধ্যেই রয়েছে। প্রথমটি হল, বিজেপির সামনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই। কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করার মতো খুঁজে পায়নি তারা। ওদের দ্বিতীয় সমস্যা হল, বিজেপির বলার মতো কিছু নেই। তৃতীয়ত, দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কোনও কর্মসূচি ও দিশা নেই।
অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও দলের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এদিন বলেন, প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের কথা মানায় না। গত ১০ বছরে কেন্দ্রীয় সরকার দিল্লির অর্ধেকটা জুড়ে রয়েছে, আর আমরা রয়েছি বাকি অর্ধেকটায়। আমরা শহরের নিকাশি ব্যবস্থা, জল সরবরাহ, বিদ্যুৎ ক্ষেত্রে উন্নতি করেছি। আমরা জানতে চাই, দিল্লির জন্য কেন্দ্র কী করেছে? ব্যবসায়ীরা এখানে তোলাবাজির ফোন পান। এবং দিনের আলোয় খুনখারাবি হয়ে চলেছে। এর জন্য বিজেপির কেন্দ্রীয় সরকার দায়ী, দাবি সৌরভ ভরদ্বাজের।
সৌরভ আরও বলেছেন, দিল্লির শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে আমার হাসি পাচ্ছে। বহু দূর দূর থেকে মানুষ দিল্লির স্কুল দেখতে আসেন। প্রধানমন্ত্রী আসুন দেখে যান দিল্লি সরকারি স্কুলগুলি। ওনার একটি বিরাট মঞ্চ থেকে এ ধরনের কথা বলাটা দুর্ভাগ্যজনক।