শেষ আপডেট: 14th August 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার সেই রামপথ থেকে এবার উধাও হয়ে গিয়েছে প্রায় চার হাজার আধুনিক বাতি। যার আর্থিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আট মাস আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের সময় বাতিগুলি লাগানো হয়েছিল।
রামপথ অযোধ্যার সবচেয়ে দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ রাস্তা। ফৈজাবাদ থেকে অযোধ্যা পর্যন্ত রাস্তাটি রাম মন্দির উদ্বোধনের আগে কোটি কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছিল। দুটি বেসরকারি কোম্পানিকে দিয়ে লাগানো হয় অত্যাধুনিক বাতি।
সেই রাস্তা এবার বর্ষার শুরুতে ভেঙে চুরমার হয়ে যায়। তা নিয়ে দেশ ব্যাপী নিন্দার ঝড় ওঠে। চাপের মুখে যোগী আদিত্যনাথ সরকার তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়।
এবার ব্যস্ত একটি রাস্তার দু'পাশের বাতি কীভাবে উধাও হয়ে গেল এফআইআর হওয়ার চারদিন পরও কোনও কিনারা করতে পারেনি অযোধ্যার রাম জন্মভূমি থানা।
অযোধ্যা পুলিশ জানিয়েছে চুরি যাওয়া বাতির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। ওই রাস্তার পর্যাপ্ত সংখ্যায় সিসি ক্যামেরা লাগানো আছে। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি সিসি ক্যামেরাগুলি অচল ছিল।