শেষ আপডেট: 4th January 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের বান্দেপোড়া জেলায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল সেনার গাড়ি। এই ঘটনায় ৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত আরও ৩।
সেনার তরফে জানানো হয়েছে, বান্দেপোড়ার এসকে পায়েন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত জওয়ানদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পাহাড়ি রাস্তার এক জায়গায় গাড়ি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেনার ট্রাক চালক। সে কারণেই খাদে পড়ে যায় গাড়ি। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সেনার একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
এই ঘটনা অবশ্য প্রথমবার নয়। মাত্র কয়েকদিন আগে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে গেছিল সেনারই আরও একটি গাড়ি। ঘটনায় ৫ জন জওয়ান নিহত হন। ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের বালনোই এলাকায়।
১০-১১ জন জওয়ানকে সঙ্গে নিয়ে নীলম সদর দফতর থেকে বালনোইয়ের ঘোরা পোস্টের দিকে যাচ্ছিল ১১ এমএলআই-এর সামরিক গাড়িটি। ওই পোস্টের কাছেই একটি বাঁক ঘুরতে গিয়ে আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
খাদে পড়ল সেনার গাড়ি, জম্মু-কাশ্মীরে ফের দুর্ঘটনা #jammukashmir #thewallnews #accident pic.twitter.com/WgLfCDWOcH
— The Wall (@TheWallTweets) January 4, 2025