শেষ আপডেট: 26th December 2023 12:06
দ্য ওয়াল ব্যুরো: সেই ২০১৫ সালে শুরু হয়েছিল যমে-মানুষে টানাটানি। আট বছর ধরে কেউ এক ইঞ্চি জমি ছাড়েননি কাউকে! শিয়রে দাঁড়িয়ে মৃত্যু, তবু বাঁচতে চেয়েছিলেন করণবীর সিং নট। সেই লড়াই শেষ হল রবিবার। ভারতীয় সেনার টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল টানা ৮ বছর কোমায় থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিলেন।
লেফটেন্যান্ট কর্নেল কেবিএস নট ছিলেন ভারতীয় সেনার ১৬০ পদাতিক ব্যাটালিয়ন টিএ (জম্মু ও কাশ্মীর রাইফেলস)-এর সেকেন্ড-ইন-কমান্ড। তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ অফিসার, যিনি প্রায় ২০ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। টেরিটোরিয়াল আর্মিতে যোগদানের আগে লেফটেন্যান্ট কর্নেল নট চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে পাস করার পর ১৯৯৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তারপর শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে ব্রিগেড অফ গার্ডসের ১৯ নম্বর রেজিমেন্টের ব্যাটালিয়নে যোগ দেন তিনি। দশ বছরেরও বেশি সময় ধরে কাজ করার পর তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। তবে এই পেশার প্রতি তাঁর ভালবাসা শেষ হয়নি। তাই এরপর টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন তিনি।
২০১৫ সালে সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার হাজি নাকা গ্রামে একটি অভিযান শুরু করেছিল। সেই সময় কাশ্মীর রীতিমতো জঙ্গি উপদ্রুত। মুহুর্মুহু সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। ১৭ নভেম্বর কর্নেল সন্তোষ মহাডিকের নেতৃত্বে ৪১ রাষ্ট্রীয় রাইফেলস কুপওয়ারার কালারুস এলাকায় একটি বিশাল সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। কর্নেল সন্তোষ মহাডিক সামনে থেকে সেই অপারেশনের নেতৃত্ব দেন। কিন্তু জঙ্গিদের ছোড়া বুলেটের আঘাতে মৃত্যু হয় তাঁর।
এরপর ২২ তারিখ কর্নেল নটের নেতৃত্বে ফের অভিযান শুরু হয়। সেই সময় জঙ্গিরা কালাশনিকভ থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। কর্নেল নট তাঁর বাহিনীর ৩ জনকে বাঁচাতে পারলেও গুলি থেকে বাঁচতে পারেননি। একাধিক বুলেট তাঁর মুখ ভেদ করে বেরিয়ে যায়। সেই ঘটনায় তাঁকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয় শ্রীনগরের হাসপাতালে। সেখান থেকে দিল্লির সেনাবাহিনীর রির্সাচ অ্যান্ড রেফারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় কর্নেলকে। কিন্তু ততদিনে তিনি কোমায় চলে গেছেন।
সেই জীবন্মৃত অবস্থায় কেটে গেছে টানা ৮টা বছর। কর্নেলের পরিবারের লোকজন আশা ছাড়েননি। চিকিৎসা বিজ্ঞানকে হাতিয়ার করে অসম্ভব মানসিক দৃঢ়তার সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে গেছেন তাঁরা। তবে শেষমেশ মৃত্যুর কাছে হার মেনেছেন কর্নেল নট। রবিবার কোমায় থাকা অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় সেনা এবং টেরিটোরিয়াল আর্মিতে তাঁর সতীর্থরা। তাঁরা জানিয়েছেন, পৃথিবীতে না থাকলেও কর্নেল নট সব সময়েই তাঁদের পাশে থাকবেন, ভরসা জোগাবেন।