Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে কান ধরে ওঠবোস: গ্রেফতার ২, ক্লোজ করা হল ওসিকেএবার থেকে স্যার বেকহ্যাম, নাইটহুড পেলেন ম্যান ইউ কিংবদন্তিNEET 2025: প্রায় ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষে রাজস্থানের মহেশ! প্রথম দশে নেই কলকাতার কেউদেশের বাতাবিলেবুর স্বাদ পেতে ঘরে ফিরেছিলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী রমেশের রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূল
Army Officer Death

অগ্নিবীরকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ, সিকিমে মৃত্যু ৬ মাস আগে সেনায় যোগ দেওয়া অফিসারের

মাত্র ৬ মাস আগে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি। কিন্তু মাত্র ২৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে যেতে হল তাঁকে।

অগ্নিবীরকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ, সিকিমে মৃত্যু ৬ মাস আগে সেনায় যোগ দেওয়া অফিসারের

নিহত জওয়ান - ফাইল ছবি

শেষ আপডেট: 24 May 2025 00:03

দ্য ওয়াল ব্যুরো: ৬ মাস আগে ভারতীয় সেনায় (Indian Army) যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি (Lieutenant Shashank Tiwari)। কিন্তু মাত্র ২৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে যেতে হল তাঁকে। না, শত্রুপক্ষের বিরুদ্ধে লড়তে লড়তে নয়। সহকর্মীর প্রাণ বাঁচাতে গিয়ে শহিদ হলেন তিনি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সিকিমে (Sikkim)।

সিকিমের একটি সেনা ঘাঁটি থেকে রুট ওপেনিং পেট্রোলিংয়ের জন্য বেরিয়েছিল সিকিম স্কাউটসের দল। তার নেতৃত্বে ছিলেন শশাঙ্ক। ওই দলেই ছিলেন অগ্নিবীর (Agniveer) স্টিফেন সুব্বা। শুক্রবার সকাল ১১টা নাগাদ খরস্রোতা নদীর ওপরে একটি কাঠের সেতু দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। পা হড়কে নদীতে পড়ে যান সুব্বা। সঙ্গে সঙ্গে তাঁকে বাঁচাতে ঝাঁপ মারেন শশাঙ্ক এবং তাঁর দলে থাকা নায়েক পুকার কাতেল নামে আরও এক জওয়ান।

বেশ কিছুক্ষণের চেষ্টার পর পুকার এবং সুব্বাকে নদী থেকে উদ্ধার করা গেলেও শশাঙ্ককে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীর তীব্র স্রোতে ভেসে যান তিনি। টিমে থাকা বাকি জওয়ানরা তাঁকে খুঁজতে সময় নষ্ট করেনি। তবে শশাঙ্ককে খুঁজে পেতে ৩০ মিনিট লেগে যায়। দুর্ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে উদ্ধার হয় ওই সেনা আধিকারিকের দেহ। তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

শশাঙ্ক যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় সেনা। ত্রিশক্তি কর্পস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে, 'এত কম বয়সে লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি তাঁর যে অসামান্য সাহস ও সৌহার্দ্যের উদাহরণ রেখে গেলেন তা ভবিষ্যৎ প্রজন্মকে অনেক কিছু শেখাবে। আমরা গর্বিত তাঁর জন্য।' এই ঘটনার খবর শুনে স্বাভাবিকভাবেই শোকের ছায়া শশাঙ্কের পরিবারে। 


ভিডিও স্টোরি