শেষ আপডেট: 10th March 2025 20:03
দ্য ওয়াল ব্যুরো: তনিশকে ঢুকে ক্রেতা ও দোকানের কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে কোটি কোটি টাকার গয়না লুটে পালাল দুষ্কৃতীরা। ঘটনা বিহারের আড়া এলাকার। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ডাকাতিটি হয়।
পুলিশ জানিয়েছে, ২৫ কোটি টাকার গয়না লুটে পালিয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে পুরোটাই ধরা পড়েছে। ৫-৬ জন তনিশকের ওই শোরুমে ঢুকেছিল আগ্নেয়াস্ত্র নিয়ে। প্রথমে কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে হাত তুলতে বলে। তারপর ক্রেতাদেরও ভয় দেখানো হয় একইভাবে।
आज दिनांक 10.03.2025 को तनिष्क शोरूम में हुई लूट की घटना के उपरांत #भोजपुर_पुलिस द्वारा की गई त्वरित कार्रवाई से संबंधित विवरणी।#HainTaiyaarHum #BiharPolice @bihar_police @IPRDBihar pic.twitter.com/xaKaZsjzy1
— Bhojpur Police (@bhojpur_police) March 10, 2025
গয়না লুট করে ব্যাগে সুন্দর করে ভরে এলাকা ছাড়ে ডাকাতের দল। আড়া পুলিশ স্টেশনের নাকের ডগায় এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। এনিয়ে শোরুমটির ম্যানেজার কুমার মৃত্যুঞ্জয় জানান, শুধুমাত্র গয়না লুট হয়েছে তা নয়। প্রচুর পরিমাণ নগদ টাকাও নিয়ে নিয়েছে দুষ্কৃতীরা।
শোরুমটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন মনোজ কুমার। তিনি জানান, সামনেই দোল। তাই সোমবার শোরুম খোলা হয়েছিল সকাল ১০টায়। একটি গাড়িতে করে ছয় জনের ওই ডাকাত দল আসে। নিয়ম অনুযায়ী দোকানে চারজনের বেশি একসঙ্গে ঢুকতে দেওয়া হয় না। তাই একবারে চারজনকে শোরুমে যেতে দেওয়া হয়েছিল। জোড়ায় জোড়ায় ঢোকানো হয়। শেষের জন এসে মাথায় বন্দুক ঠেকায়।
মনোজ কুমার বলেন, 'আমার হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি মাথায় বন্দুক ঠেকিয়ে ওরা কেড়ে নিয়েছিল। আমাকে হেনস্থাও করে আটকাতে গেলে। ততক্ষণে ব্যাগে গয়না আর টাকা ভরতে শুরু করে দিয়েছে ওরা।'
দোকানের এক কর্মী রোহিত কুমার মিশ্র জানান, দোকানে রীতিমতো চিৎকার চেঁচামেচি, ছুটোছুটি শুরু হয়ে গেছিল। প্রাণ বাঁচাতে দোকানের কর্মীরা কাউন্টারের পিছনে লুকিয়ে পড়েন।
ভোজপুরের পুলিশ সুপার এই ঘটনার পর সমস্ত থানায় খবর দেওয়ার নির্দেশ দেন। প্রতিটি স্টেশনে গাড়ি চেকিং করা বাধ্যতামূলক করেন। দোকান-সহ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে পাওয়া ছবি দিয়ে দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দোরিগঞ্জের কাছে ছয় জনকে তিনটি মোটর সাইকেলে দ্রুত পালাতে দেখা গেছে। তারাই ডাকাত দলের সদস্যরা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।