শেষ আপডেট: 18th January 2025 16:41
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের আগে ফের বড় ঘোষণা করলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন, জল ও বিদ্যুতের অধিকার থেকে দিল্লিবাসীকে বঞ্চিত করা যাবে না। আর সে কারণেই শুধু স্থায়ী বাসিন্দাদের নয়, দিল্লিতে যারা ভাড়া থাকেন অর্থাৎ ভাড়াটিয়াদেরও এবার বিনামূল্যে জল ও বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি আসনে হবে বিধানসভা ভোট। ইতিমধ্যে জোরকদমে প্রচার শুরু করেছে আপ, বিজেপি ও কংগ্রেস। চলছে প্রতিশ্রুতিতে একে অপরকে টেক্কা দেওয়ার পালা। তবে কংগ্রেস ও বিজেপি মহিলাদের তুরুপের তাস ভেবে যুদ্ধজয় করার চেষ্টা করলেও দিল্লির রাজনীতি বেশ ভালই বোঝেন কেজরি। সে কারণে ভোটে জিততে কী পদক্ষেপ করা উচিত একের পর এক সেই ট্রাম্প কার্ড সামনে আনছেন তিনি।
এদিন কেজরিওয়াল বলেন, সারা দেশ থেকে বহু মানুষ দিল্লিতে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। আমি যেখানে গিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি, সকলেই জানিয়েছেন তাঁরা এখানে ভাল স্কুল ও হাসপাতালের সুবিধা পেলেও বিনামূল্যে বিদ্যুৎ ও জলের পরিষেবা পাচ্ছেন না। এরপরই তিনি বলেন, আপ সরকার ফের ক্ষমতায় এলে ভাড়াটেরাও যাতে এই পরিষেবার আওতায় আসে তা আমরা নিশ্চিত করব।
যদিও দিল্লির স্থায়ী বাসিন্দাদের বিনামূল্যে জল ও বিদ্যুৎ পরিষেবা দীর্ঘদিন ধরেই দিচ্ছে আম আদমি পার্টির সরকার। কিন্তু যারা ভাড়া থাকতেন তাঁরা এই পরিষেবা পেতেন না বলে অভিযোগ, কিন্তু এবার সেই সমস্যা মেটানোর পথ বাতলে দিল আপ।
VIDEO | Delhi elections: Here's what AAP national convenor Arvind Kejriwal (@ArvindKejriwal) said announcing free electricity and water for tenants:
— Press Trust of India (@PTI_News) January 18, 2025
"Across Delhi, we have provided free electricity and water to residents. However, it is unfortunate that tenants do not get these… pic.twitter.com/Cnzn0o7yp6
কেজরিওয়ালের দলের তরফে আগেই ঘোষণা করা হয়েছে ক্ষমতায় এলে তাঁরা দিল্লির মহিলাদের মাসে ২১০০ টাকা করে ভাতা, বয়স্ক ভাতা, বিনামূল্যে চিকিৎসা ও অটোচালকদের ১০ লক্ষ টাকার বিমা-সহ একাধিক পরিষেবা দেবে। সেই তালিকায় এবার যুক্ত হল আরও এক নতুন প্রকল্প। তবে দিল্লিবাসীকে ভোটের মুখে একাধিক প্রতিশ্রুতির কথা শুনিয়েছে কংগ্রেস ও বিজেপি। আপকে দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে নাস্তানাবুদ করার পাশাপাশি শুক্রবারই দিল্লির মহিলাদের জন্য ‘মহিলা সমৃদ্ধি’ যোজনা ঘোষণা করেছে বিজেপি। যেখানে মহিলাদের মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া গরিব পরিবারকে ৫০০ টাকায় দেওয়া হবে গ্যাস সিলিন্ডার। হোলি ও দিপাবলীতে দুটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।
এছাড়াও গর্ভবতী মহিলাদের ৩০ হাজার টাকা, ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধদের ২০০০ টাকার পরিবর্তে ২৫০০ টাকা এবং বৃদ্ধাদের ৩০০০ টাকা করে দেওয়া হবে বলে ইস্তাহার প্রকাশ করে জানিয়েছে গেরুয়া শিবির। কংগ্রেসের তরফেও ‘পেয়ারি দিদি’ প্রকল্পের মাধ্যমে মাসে ২৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ভোট আসতেই কেউ যে কারও থেকে এক পা-ও পিছিয়ে নেই তা প্রমাণ করতেই উঠেপড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি। এবার বিদ্যুৎ ও জল সবার জন্য বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেজরিওয়াল যে বেশ কয়েক পা এগিয়ে গেলেন বলেই মত রাজনৈতিক মহলের।