শেষ আপডেট: 8th January 2025 20:18
দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের শরীর বা শারীরিক গঠন নিয়ে যে কোনও রকম মন্তব্য যৌন হেনস্থার সমান! কেরল হাইকোর্টের পর্যবেক্ষণ এমনই। এক মামলার প্রেক্ষিতে এই মন্তব্যই করেছেন বিচারপতি এ বদরুদ্দিন। তিনি এও জানান, এই ধরনের ঘটনা ঘটলে তার জন্য কোনও মহিলা যৌন হেনস্থার মামলা করতে পারেন এবং তার জন্য অভিযুক্তকে শাস্তি পেতেও হতে পারে।
কেরলের রাজ্য বিদ্যুৎ পর্ষদে কর্মরত এক মহিলা তাঁর এক সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। অভিযোগ ছিল, ওই যুবক তাঁর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে 'ঠিকই আছে...' বলে মন্তব্য করেছিল। মহিলার দাবি, এই মন্তব্য করে কার্যত তাঁর শ্লীলতাহানি করেছেন যুবক। সেই প্রেক্ষিতেই মামলা করেন তিনি।
মহিলার আরও দাবি, একবার নয়, ২০১৩ সাল থেকে একাধিকবার তাঁর শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে এসেছেন ওই যুবক। একই সঙ্গে, অশ্লীল মেসেজও পাঠাতে শুরু করেন তিনি। সেই কারণে বিদ্যুৎ পর্ষদে এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন মহিলা। কিন্তু প্রাথমিক ভাবে কোনও তরফেই কোনও পদক্ষেপ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি।
কেরল হাইকোর্টে অভিযুক্তর আইনজীবী দাবি করেন, কোনও মহিলার শারীরিক গঠনের প্রশংসা করা হলে তা যৌন হেনস্থা হয় না। আর তাঁর মক্কেল মহিলার শরীরের প্রশংসাই করেছিলেন, তাঁকে সুন্দর বলেছিলে। তাই এই মামলা খারিজ করা হোক। যদিও তার পাল্টা দিয়ে মহিলার আইনজীবী বলেন, তাঁর মক্কেলের সম্মানহানি করতে এবং হেনস্থা করার উদ্দেশে ওই মন্তব্য করা হয়েছিল।
দুই পক্ষের মন্তব্য শুনে হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, যুবকের মন্তব্য ‘যৌনগন্ধী’। তাই তাঁর বিরুদ্ধে মহিলা যে মামলা করেছেন তা বহালই থাকবে।