শেষ আপডেট: 30th September 2024 16:00
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকটি টাকার বান্ডিল। তার মধ্যে আবার রয়েছে এসবিআই-এর সিলমোহর। কিন্তু বড় চমক অন্য জায়গায়। গান্ধীজির মুখের বদলে টাকায় জায়গা করে নিয়েছে অভিনেতা অনুপম খের-এর ছবি!
ভাল করে খতিয়ে দেখলে বোঝা যাচ্ছে, ওই এসবিআই আসলে ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’ নয়। লেখা রয়েছে ‘স্টার্ট ব্যাংক অফ ইন্ডিয়া’। টাকার ওপরে আবার লেখা রয়েছে ‘রিসল ব্যাংক অফ ইন্ডিয়া’। অর্থাৎ নকল টাকা শুধু নয়, অনুপম খেরের ছবিওয়ালা নকল টাকা উদ্ধার করেছে পুলিশ।
Bollywood actor Anupam Kher was surprised to discover counterfeit currency notes worth Rs 1.6 crore featuring his face in Gujarat. #AnupamKher #FakeCurrency #Viral #viralvideo #nenewstv pic.twitter.com/Gz4JJf6zYd
— NENewsTV (@NENEWS24x7) September 30, 2024
গোটা ব্যাপারটার ভিডিও শেয়ার করেছেন খোদ অনুপম খের। এরপর উদ্বেগের বদলে রীতিমতো হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা লিখেছেন, ‘কী আর বলি! ৫০০ টাকার নোটে গান্ধীজির বদলে আমার ছবি? এখন যা কিছু ঘটতে পারে।’
গুজরাতের মেহুল ঠক্কর নামের এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা উদ্ধার করেছে আমদাবাদ পুলিশ। হিসেব বলছে টাকার অঙ্ক মোট ১ কোটি ৬০ লক্ষ।
অভিযুক্ত সোনা ব্যবসায়ী বলেছেন, কিছুদিন আগেই একটি সংগঠন তাঁর সঙ্গে যোগাযোগ করে। বলে তারা ২১০০ গ্রাম সোনা কিনতে চায়। প্রথমে সংগঠনের তরফে ১ কোটি ৩০ লক্ষ টাকা দেওয়া হয়। বাকি ৩০ লক্ষ টাকা নিয়ে আসার নাম করে সেইসব লোকজন চম্পট দেয়।
দোকানের মালিকের কথায়, ওই লোকগুলো প্রথম থেকেই বলেছিল, এত টাকা হাতে না গুনে যেন মেশিন দিয়ে গোনা হয়। পরে যখন বাকি ৩০ লক্ষ টাকা আনতে চলে যায়, তখনই প্যাকেট খুলে হাতে টাকা গোনা শুরু করি। আর তখনই গোটা ব্যাপারটা সামনে আসে।
ইতিমধ্যেই নবরঙ্গপুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারা এই ঘটনা ঘটাল, সেই নিয়েও তদন্ত চলছে।