প্রতীকী ছবি
শেষ আপডেট: 14th November 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর শীর্ষ আদালত দেশজুড়ে চিকিৎসকদের নিরাপত্তা সুরক্ষিত করতে একাধিক নির্দেশ দিয়েছে। তাতেও কলকাতা তো বটেই দেশের অন্যত্রও ডাক্তারদের হেনস্থা, হামলার ঘটনা রোখা যাচ্ছে না।
গত কাল চেন্নাইয়ের কলাইনার হাসপাতালে চিকিৎসককে ছুরি দিয়ে আক্রমণ করে রোগীর ছেলে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাকে। ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই চেন্নাইয়ের স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
বুধবার চেন্নাইয়ের সরকারি হাসপাতালে আরও এক চিকিৎসকের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়াল। সেই সঙ্গে চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
ওপিডিতে রোগী দেখছিলেন মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক চিকিৎসক হরিহরণ। তখন আচমকাই এক রোগী ক্ষেপে গিয়ে তাঁর উপর হামলা চালান বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের কর্মীরা চিকিৎসককে বাঁচাতে ছুটে আসেন। রোগীকে ধরে ফেলেন। তাঁকে ঘটনাস্থলের বাইরে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রোগীর নাম ভরত। গত কয়েক মাস ধরেই চিকিৎসার জন্য হাসপাতালে আসছিলেন। এখন তিনি পুলিশি হেফাজতেই রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকের আঘাত গুরুতর নয়।
গত কাল কলাইনার ঘটনার পরপরই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, হাসপাতালে হাসপাতালে নজরদারি বাড়ানো হয়েছে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশকেও কড়া হতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এও আশ্বাস, রোগী এবং চিকিৎসক উভয়ের সুরক্ষায় যাতে কোনও গলদ না থাকে সেই প্রচেষ্টা আরও জোরদারভাবে করা হচ্ছে। তার পরও বুধবার রাতে আরও এক সরকারি হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।