শেষ আপডেট: 6th January 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: ৮ মাসের শিশুর পর এবার ৩ মাসের শিশু! ভারতে খোঁজ মিলল আরও এক হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV) আক্রান্তের। এবারও ঘটনাস্থল বেঙ্গালুরু। এই দুজনের কোনও 'ট্রাভেল হিস্ট্রি' নেই। তাই বিষয়টি আরও চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য দফতরের। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩ মাসের ওই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ৮ মাসের শিশু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আর কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ভাইরাসের সঙ্গে চিনের যোগ নেই।
কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নমুনা পরীক্ষা করার পরই এই সংক্রমণের খবর ছড়িয়ে পড়ে। তবে সেটি সরকারি ল্যাবে পরীক্ষা করা হয়নি, হয়েছে বেসরকারি ল্যাবে। কিন্তু HMPV সংক্রমণ নিয়ে সন্দেহর কোনও জায়গা নেই। পরপর দুটি সংক্রমণের খবর বেরনোয় ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রক। সেই বৈঠকে কী কী আলোচনা করা হতে পারে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নতুন কোনও নির্দেশ আসতে পারে বলে অনুমান অনেকের।
চিনে এই ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্ক তৈরি হলেও ভারতের পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে বলে কিছুদিন আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে দিল্লি প্রশাসনের তরফে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে।
HMPV সংক্রমণ যাতে দ্রুত আটকানো সম্ভব হয় তার জন্য এখন থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভোগা রোগীদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য কোনও রোগীকে তৎক্ষণাৎ আইসোলেশনে পাঠানোর কথাও বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। হাসপাতালগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, শ্বাসকষ্টের সমস্যা বা সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের নিয়ে নিয়মিত রিপোর্ট দিতে।
২০০১ সালে প্রথম এই ভাইরাসকে চিহ্নিত করা গেছিল। এই ভাইরাস মূলত শ্বাসযন্ত্রের ক্ষতি করে এবং প্রবলভাবে শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে। বাচ্চা এবং বয়স্ক তো বটেই, যে কোনও বয়সের মানুষকে অল্প সময়ের মধ্যেই কাবু করার ক্ষমতা আছে এর। বিশেষ করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর।
ইনফ্লুয়েঞ্জা, কোভিড ১৯-এর মতো ভাইরাস যেভাবে ছড়ায়, এই ভাইরাসের সংক্রমণও একইভাবে ঘটে। কাশি বা হাঁচির জীবাণু থেকে হোক কিংবা, রোগীর কাছাকাছি আসা, হাত মেলানো, সংক্রামিত জায়গা ছোঁয়া ইত্যাদি।