প্রতীকী ছবি।
শেষ আপডেট: 15 February 2025 03:16
দ্য ওয়াল ব্যুরো: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকাকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইল অভিযুক্ত যুবক! ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল অন্ধ্র প্রদেশের আন্নামায়া জেলার পেরামপল্লীর একটি কলেজে।
অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কলেজেরই এক সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে পরে মুখে অ্যাসিড ছুড়ে মারে! ঘটনার পর অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে গোটা ঘটনায় রাজ্যে মহিলা সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভ্যালেন্টাইস ডে-তে সহপাঠীতে প্রেমের প্রস্তাব দিয়েছিল এক পড়ুয়া। মেয়েটি তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করার পরই অভিযুক্ত রুদ্র মূর্তি নেয় বলে অভিযোগ। চোখের পলকে পকেট থেকে গোলাপের পরিবর্তে ছুরি বের করে মেয়েটিকে কোপাতে শুরু করে। এমনকী রক্তাক্ত অবস্থায় মেয়েটি মাটিতে পড়ে গেলে অভিযুক্ত তার মুখে অ্যাসিড ছুড়ে মারে। বর্তমানে মদনপল্লীর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী।
ঘটনার তীব্র নিন্দা করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর নির্দেশে হাসপাতালে গিয়ে আক্রান্ত তরুণীর সঙ্গে দেখা করে আসেন দুই মন্ত্রী। তরুণীর চিকিৎসায় যাবতীয় সাহায্যের ঘোষণাও করেছে সরকার।